রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির

রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির

আগে দ্বিমত ছিল, গতকাল আলোচনার পর বিএনপি একমত হয়েছে—এমন কোনো বিষয় আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনেক বিষয় আছে। এগুলো কম্পাইল করে আমরা জানাব।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ছাড়া অন্য সব ক্ষেত্রে মত দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যরা সম্পূর্ণ স্বাধীন থাকবেন—সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত নয় বিএনপি। এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, তাঁরা সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে মতামত দিয়েছেন। কমিশনও তাদের মতামত জানিয়েছে, কতটুকু গ্রহণ করা হবে তা পরবর্তীতে দেখা যাবে। তিনি বলেন, অর্থ বিল ছাড়া অন্য সব ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হলে সরকারের স্থায়িত্ব থাকবে না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা আসতে পারে। তাই তাঁরা বলেছেন, অর্থবিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা বিধান সংশ্লিষ্ট বিষয় বাদে সংসদ সদস্যরা বাকি সব বিষয়ে আলোচনা করতে পারেন।

সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের প্রয়োজন নেই বলে মনে করে বিএনপি। সালাহউদ্দিন বলেন, শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে গণভোট হতে পারে, ঢালাওভাবে সব বিষয়ে গণভোটের প্রয়োজন নেই।

জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব তা নিয়ে গতকাল আলোচনা হয়নি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা লিখিত মতামতে জানিয়েছেন বিএনপি এই ধারণার সঙ্গে একমত নয়।

তবে বিকেলে সালাহউদ্দিন আহমদ এও বলেছেন যে, তাঁরা প্রায় বিষয়ে কাছাকাছি আসতে পেরেছেন। কিছু বিষয়ে আলোচনা চলছে।

Scroll to Top