Last Updated:
North 24 Parganas News: বনগাঁর এই ব্যক্তি বানিয়ে ফেললেন ভারতের দ্বিতীয় বৃহত্তম জুতো! জানা গিয়েছে ভারতের সর্ববৃহৎ জুতোটি রয়েছে আগ্রাতে। যেটির উচ্চতা প্রায় ৮ ফুট।

এত বড় জুতো
উত্তর ২৪ পরগনা: বনগাঁর এই ব্যক্তি বানিয়ে ফেললেন ভারতের দ্বিতীয় বৃহত্তম জুতো! জানা গিয়েছে ভারতের সর্ববৃহৎ জুতোটি রয়েছে আগ্রাতে। যেটির উচ্চতা প্রায় ৮ ফুট। তবে বনগার বাসিন্দা মধুসূদন শর্মা এবং পাঁচজন কারিগর নিয়ে তৈরি করা বিশাল এই জুতোই এখন সারা ফেলে দিয়েছে সীমান্ত শহর-সহ গোটা জেলায়।
প্রস্তুতকারক মধুসূদন শর্মার সঙ্গে কথা বলে জানা যায়, ইচ্ছে ছিল নতুন কিছু করে দেখানোর পাশাপাশি বড় জুতো তৈরির কথাও মনে আসে তার। সেই লক্ষ্যেই মাত্র ৫ দিনে ৬ ফুট ৪ ইঞ্চির চামড়া দিয়ে তৈরি জুতো তৈরি করে, এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম জুতোর দাবি রাখছেন তিনিই।
আরও পড়ুন-বাগদান হয়ে গেল ঋতাভরীর, পাত্র কে? বলিউডে সবাই চেনে একনামে, রইল নায়িকার হবু বরের ছবি
এর আগে রেকর্ড অনুযায়ী আগ্রা-তে ৮ ফুটের একটি জুতো রয়েছে বলেও জানান বনগাঁর শর্মা লেদার্স জুতোর দোকানের কর্ণধার মধুসূদন বাবু। ফলে এটি বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম জুতোর স্থান নিতে চলেছে। শুধু তাই নয়, এর আগেই জুতোর সঙ্গে অভিনব এক উদ্যোগ নিয়ে সারা ফেলে দিয়েছিলেন মধুসূদন শর্মা। বনগাঁ পশ্চিমপাড়া এলাকায় তার দোকানে বিভিন্ন সময়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ-সহ বহু মানুষজন কর্মব্যস্ততার মাঝে এসে কিছুটা সময় বিশ্রাম নেন।
সেই সময়কে কাজে লাগিয়েই অবসর সময়ে কিছুটা বই পড়ে কাটাক মানুষজন এহেন উৎসাহ দিতেই দোকানে চালু করেন এক বিশেষ অফার। যেখানে এক ঘণ্টা বই পড়লেই মেলে কুড়ি শতাংশ ছাড়। শুধু তাই নয়, দোকানে রয়েছে নানা বই এর সম্ভারে তৈরি লাইব্রেরিও। তবে এখন তাঁর এই উদ্যোগের পাশাপাশি ভারতের দ্বিতীয় বড় জুতো দেখতেও ভিড় জমছে বনগাঁর শর্মা লেদার্সে। আগামীতে আরও বৃহৎ কিছু করারও পরিকল্পনা রয়েছে তার বলেও জানান জুতো প্রস্তুতকারক মধুসূদন শর্মা।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
April 17, 2025 11:41 PM IST
Bank News: দলে-দলে মানুষ আসছেন, তুলে নিচ্ছেন সব সঞ্চয়ের টাকা! দক্ষিণ বারাসতের এই ব্যাঙ্কে কী এমন হল জানেন!