বাংলাদেশকে দেয়া ঋণের ৪র্থ ও ৫ম কিস্তির অর্থ ছাড়ের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের বাংলাদেশ সফর আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে আইএমএফ জানিয়েছে, আইএমএফ এর ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের ৪র্থ এবং ৫ম কিস্তি ছাড় হবে কি না তা জানা যাবে এপ্রিলে বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের পর।
বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার ও রাজস্ব আদায় বাড়তে দেয়া শর্ত পূরণে সন্তুষ্ট হতে পারেনি আইএমএফ। এতে আটকে যায় চতুর্থ কিস্তির ঋণ ছাড়। গত ৫ এপ্রিল ঢাকা সফরে এসেছে সংস্থাটির প্রতিনিধি দল। খতিয়ে দেখেছে তাদের দেয়া শর্ত পালনের অগ্রগতি। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই রয়েছে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করে।
এবার সফর জুড়ে বাজেটের আকার ও ঘাটতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার নিশ্চিত করাসহ ব্যাংকখাতের সংস্কারের দিকে বেশি নজর ছিল সংস্থাটির। অর্থ উপদেষ্টা আরও বলেন, সফরের পর প্রতিনিধি দল যে রিভিউ দেবে, সেটির ওপরেই ঋণ প্রাপ্তির বিষয়টি নির্ভর করবে। তবে আইএমএফ আশাবাদী। জুনে মিলতে পারে অর্থ।