পাঁচ দশকের বেশি সময় পাঠকদের মোহিত করে রেখে চিরবিদায় নিলেন পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা।
‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ এর মত সাহিত্যকর্মের স্রষ্টা বার্গাস য়োসাকে বিবেচনা করা হয় ২০ শতকের লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম দিশারী হিসেবে। ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী এই লেখকের বয়স হয়েছিল ৮৯ বছর।
তার ছেলে এক এক্স পোস্টে জানান, রোববার পেরুর রাজধানী লিমায় পরিবারের সান্নিধ্যে শান্তিপূর্ণভাবে শেষ বিদায় নেন তার বাবা।
সাহিত্য জীবনের শুরুতে অনেক সহকর্মীর মত বার্গাস য়োসাও ছিলেন সমাজতান্ত্রিক ধারণায় বিশ্বাসী। পরে তার রাজনৈতিক দর্শনে পরিবর্তন আসে। তার রক্ষণশীল মতাদর্শ আর রাজনীতিতে সক্রিয়তা লাতিন আমেরিকার বামপন্থী বুদ্ধিজীবীদের অনেকেই ভালোভাবে নেননি।
১৯৯০ সালে তিনি পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মৃত্যুর মধ্যদিয়ে লাতিন সাহিত্যের একটি স্বর্ণযুগের অবসান হলো।