Last Updated:
Sharmila Tagore: নিজের শহরে এসে শর্মিলা জানালেন, কলকাতার সঙ্গে তাঁর আদতে কোনও দূরত্বই তৈরি হয়নি। যখনই কলকাতার কথা মনে পড়েন, তখনই তিনি চলে আসেন।

কলকাতা: দীর্ঘ ১৪ বছর পর বাংলা ছবিতে অভিনয় করলেন শর্মিলা ঠাকুর। শুক্রবার মুক্তি পেল তাঁর ছবি ‘পুরাতন’। সেই ছবির প্রচারেই কলকাতায় হাজির বর্ষীয়াণ অভিনেত্রী। ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন তিনি। মা-মেয়ের সম্পর্কে টানাপড়েন, আবেগকে ঘিরেই আবর্তিত ছবির গল্প।
নিজের শহরে এসে পর্দার অপর্ণা জানালেন, কলকাতার সঙ্গে তাঁর আদতে কোনও দূরত্বই তৈরি হয়নি। যখনই কলকাতার কথা মনে পড়েন, তখনই তিনি চলে আসেন। অভিনেত্রীর কথায়, “এখানকার একটা নিজস্ব ছন্দ আছে, সেটা আর কোনও শহরে পাওয়া যায় না।”
মনের মতো চিত্রনাট্য না পাওয়ায় ১৪ বছর বাংলা ছবিতে অভিনয় করেননি শর্মিলা। অভিনেত্রী এও জানান যে, এটিই হয়তো তাঁর শেষ বাংলা ছবি। কারণ বয়স বেড়ে যাওয়ার জন্য শরীর আর এখন লাইট-ক্যামেরা-অ্যাকশনের ধকল নিতে পারেন না। তবে শর্মিলা আজও মনে করেন, বাংলা, বাঙালিয়ানা এবং বাংলা ছবি বাদ দিয়ে তিনি অসম্পূর্ণ।
মানস বসাক
Kolkata,West Bengal
April 11, 2025 8:22 PM IST
Bollywood News: অনলাইনে জামাকাপড় বিক্রি! সুস্মিতার ভাইয়ের প্রাক্তন স্ত্রী-র আর্থিক টানাপড়েন, অবশেষে মুখ খুললেন