ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের ৫ নাটক | চ্যানেল আই অনলাইন

ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের ৫ নাটক | চ্যানেল আই অনলাইন

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরইমধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ৫ পাঁচটি নাটকের লিঙ্ক থাকলো এখানে: 

 

মেঘবালিকা, জাকারিয়া সৌখিন
ঈদ অনুষ্ঠানে চ্যানেল আইয়ে সম্প্রচারের পর ধূপছায়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড হওয়া মাত্রই ট্রেন্ডিংয়ে চলে আসে। অপূর্ব ও নিহা জুটির ‘মেঘবালিকা’ নাটকের মধ্যে ইউটিউবে সবার আগে স্থান করে নিয়েছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ২ নম্বরে!

একান্নবর্তী, মহিন খান
নাটকের মধ্যে ‘একান্নবর্তী’ আছে দ্বিতীয় স্থানে।  নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটকটি নাফ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৪ নম্বরে।

হৃদয়ের এক কোণে, মহিদুল মহিম
সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি আপলোড করা হয় ৪ এপ্রিল। জোভান ও তটিনী অভিনীত এই নাটকটির অবস্থান তিন নম্বরে হলেও কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে।

তোমাদের গল্প, মোস্তফা কামাল রাজ
ঈদের অন্যতম আলোচিত নাটকটগুলোর একটি ‘তোমাদের গল্প’। চ্যানেল আইয়ে সম্প্রচারের পর নাটকটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। জোভান-তটিনী অভিনীত নাটকটি ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে থাকলেও নাটক হিসেবে এর অবস্থান চারে!

মন দিওয়ানা, হাসিব হোসেন রাখি
তৌসিফ-তটিনী জুটির এই নাটকটি দেখা যাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে। ঈদের একদিন পর মুক্তি পাওয়া নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে ১২ নম্বরে, তবে নাটক হিসেবে এর অবস্থান ৫ নম্বরে।

Scroll to Top