Sandeshkhali Forensic Report: ৯টা আগ্নেয়াস্ত্র, ৯টা থেকেই চলেছিল গুলি! সন্দেশখালি কাণ্ডের ফরেন্সিক রিপোর্টে সব বেরচ্ছে একের পর এক

Sandeshkhali Forensic Report: ৯টা আগ্নেয়াস্ত্র, ৯টা থেকেই চলেছিল গুলি! সন্দেশখালি কাণ্ডের ফরেন্সিক রিপোর্টে সব বেরচ্ছে একের পর এক

Last Updated:

গতবছর ২৬ এপ্রিল ৯টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করে সিবিআই৷ যার মধ‍্যে একটি লাইসেন্স প্রাপ্ত আর্মস যা আলমগিরের নামে ছিল। বাকি আটটি বেআইনি বলে দাবি সিবিআইয়ের৷ আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারের পরেই সেগুলি ব্যবহার করা হয়েছিল কি নাা জানতে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়৷

News18Sandeshkhali Forensic Report: ৯টা আগ্নেয়াস্ত্র, ৯টা থেকেই চলেছিল গুলি! সন্দেশখালি কাণ্ডের ফরেন্সিক রিপোর্টে সব বেরচ্ছে একের পর এক
News18

দক্ষিণবঙ্গ: উদ্ধার হয়েছিল বিশাল অস্ত্রের ভাণ্ডার৷ তারপর শেখ শাহজাহানের গ্রেফতারি৷ ২০২৪ সালে সন্দেশখালি যেন একটা অধ্যায় ছিল পশ্চিমবঙ্গ রাজনীতিতে৷ এবার সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ফরেন্সিক রিপোর্ট এল সামনে৷ ফরেন্সিক রিপোর্ট বলছে, সন্দেশখালি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল, তার সবক’টিই ব্যবহার করা হয়েছে৷ কোনও না কোনও সময়ে চলেছে গুলি৷

শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৯টি আগ্নেয়াস্ত্রের ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে সিবিআই৷ সূত্রের দাবি, এই ফরেন্সিক রিপোর্ট জমা পড়েছে বসিরহাট আদালতে৷ ৯টি আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চলেছে বা ন’টি আগ্নেয়াস্ত্রই ব‍্যবহার করা হয়েছে বলে ফরেন্সিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷

আরও পড়ুন: আর যেন না ফেরে ভাঙা ব্রিজের স্মৃতি! আগেভাগেই এবার সতর্ক পূর্ত দফতর, নিল বড় পদক্ষেপ

গতবছর ২৬ এপ্রিল ৯টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করে সিবিআই৷ যার মধ‍্যে একটি লাইসেন্স প্রাপ্ত আর্মস যা আলমগিরের নামে ছিল। বাকি আটটি বেআইনি বলে দাবি সিবিআইয়ের৷ আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারের পরেই সেগুলি ব্যবহার করা হয়েছিল কি নাা জানতে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়৷

আরও পড়ুন: চলতি মাসে কি বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে আইন, নবান্নেরই বা মত কোনটা, বর্ধিত DA নিয়েও সিদ্ধান্ত

ইতিমধ্যেই যে ফরেন্সিক রিপোর্ট এসেছে, তাতে উল্লেখ করা হয়েছে সবকটি থেকে গুলি চলার নমুনা পাওয়া গেছে ফরেন্সিক পরীক্ষায়৷ সম্প্রতি, ইডির ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই কিছু বিষয়ে জেরা করা হয় শাহজাহানকে। পুরোনো মামলার সূত্রেই জেরা করতে যাওয়া বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে জানা যাচ্ছে, ফোনে যাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরা সকলেই মামলার সাক্ষী বলেও সিবিআই সূত্রে দাবি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Sandeshkhali Forensic Report: ৯টা আগ্নেয়াস্ত্র, ৯টা থেকেই চলেছিল গুলি! সন্দেশখালি কাণ্ডের ফরেন্সিক রিপোর্টে সব বেরচ্ছে একের পর এক

Next Article

PWD Overbridge review: আর যেন না ফেরে ভাঙা ব্রিজের স্মৃতি! আগেভাগেই এবার সতর্ক পূর্ত দফতর, নিল বড় পদক্ষেপ

Scroll to Top