Last Updated:
New Business Ideas: ৮৫০-১০০০ টাকা প্রতি পিস পলাশ গাছের চারা বিক্রি হচ্ছে পুরুলিয়ায় , বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে পলাশ!

পলাশের চারা বিক্রি হচ্ছে
পুরুলিয়া : ফাগুন মাসে পুরুলিয়ায় আগুনের রঙে রাঙা হয়ে থাকে প্রকৃতি। কারণ এই সময় চারিদিক ভরে ওঠে পলাশ ফুলে। প্রতিবছর বিপুল হারে পর্যটকদের ঢল নামে এই সময়তে। তবে এবার প্রকৃতির মাঝে শুধু পলাশ দেখা নয়। ঘরের সৌখিনতা বাড়াতেও অনেকেই পছন্দ করছেন এই পলাশ গাছকে। তার মধ্যে বেশি বিক্রি হচ্ছে হলুদ পলাশ গাছের চারা। বাণিজ্যিকভাবে বিকল্প রোজগারের রাস্তা হয়ে উঠছে এই পলাশ গাছ। বর্তমানে বিভিন্ন নার্সারিতে এই গাছের চারা বিক্রি হচ্ছে। বিগত বছরের তুলনায় এ-বছর এই পলাশ গাছের চারার চাহিদা অনেকখানি বেড়ে গিয়েছে। আর্থিকভাবেও সচ্ছল হচ্ছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে পুরুলিয়া শহরের এক নার্সারীর মালিক রঞ্জিত মাহাতো বলেন , এবছর তিনি প্রায় দেড়শ পিস পলাশের চারা বিক্রি করেছেন। লাল পলাশের চারা ১০০০ হাজার টাকা প্রতি পিস বিক্রি হয়েছে। আর হলুদ পলাশ বিক্রি হয়েছে ৮৫০ টাকা প্রতি পিস হিসাবে। মানুষের মধ্যে পলাশ গাছ কেনার আগ্রহ বাড়ছে। বাণিজ্যিকভাবে তাদের অনেকটাই লাভ হচ্ছে।
আরও পড়ুন: ইউটিউব দেখে দুম্বা পালন কৃষকের! লক্ষ টাকা রোজগার করে ভাগ্যবদল
এ বিষয়ে পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. সুব্রত রাহা বলেন , টবে যে গাছ গুলো হচ্ছে তা সম্পূর্ণই কলম করে তৈরি করা। এতে গাছের বিশেষ কোনও ক্ষতি হয় না। বনদফতরের তত্ত্বাবধানে যদি এই গাছকে বাণিজ্যিকভাবে প্রসারিত করা যায় তাহলে অর্থ রোজগারের একটি বিকল্প পথ হয়ে দাঁড়াবে। এতে অনেকেই উপকৃত হবেন।
পুরুলিয়ার পলাশের টানে দূর দূরান্ত থেকে পর্যটকদের ঢল নামে। পুরুলিয়ার পলাশের আলাদাই ক্রেজ রয়েছে। তাই বর্তমানে এই পলাশ গাছ অনেকেই নিজের বাড়িতেই সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করছেন। আর এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata,West Bengal
April 09, 2025 8:24 PM IST
বাজারে উঠল জাফরান আম! আজ কত দাম যাচ্ছে? দেখে নিন