Last Updated:
নিহত তরুণীর পরিবারের দাবি, বছর দুয়েক আগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিজেদের গ্রামের বাড়িতে যান তাঁরা৷ সেখানেই ওই যুবকের সঙ্গে পরিচয় হয় প্রীতির৷ ওই যুবক প্রীতির দূর সম্পর্কের দাদা হন৷

দিল্লি: বাড়িতে একাই ছিল ১৮ বছরের তরুণী৷ মাকে ফোন করে তিনি বলেছিলেন, তাঁর জন্য রুটি করে রেখেছেন৷ ফিরে এসে মা যেন সেই রুটি খেয়ে নেন৷ কিন্তু বাড়ি ফিরে মা দেখলেন, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে মেয়ের দেহ৷
মর্মান্তিক এই ঘটনার পর মৃত তরুণীর পরিবার অভিযোগ করেছে, নিজের প্রেমিকের জন্যই এমন চরম সিদ্ধান্ত নিয়েছে প্রীতি কুশওয়াহা নামে ওই তরুণী৷ ওই প্রেমিক প্রীতির দূর সম্পর্কের দাদা হয় বলেও দাবি প্রীতির পরিবারের৷
আরও পড়ুন: গায়ে সাদা কোট, সবাই ভাবত তিনি দিল্লির এইমস-এর চিকিৎসক! মহিলার আসল কীর্তি ফাঁস করল পুলিশ
নিহত তরুণীর পরিবারের দাবি, বছর দুয়েক আগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিজেদের গ্রামের বাড়িতে যান তাঁরা৷ সেখানেই ওই যুবকের সঙ্গে পরিচয় হয় প্রীতির৷ ওই যুবক প্রীতির দূর সম্পর্কের দাদা হন৷ দু জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত গোপনে বিয়েও করেন তাঁরা৷ বিয়ের পরে প্রীতির এক বান্ধবীই সেই ছবি ফাঁস করে দেন৷ ওই যুবককে রিঙ্কুজি বলেও চ্যাটে সম্বোধন করেছিলেন প্রীতি৷
কিন্তু পরিবারের আপত্তিতেই ওই যুবকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে বাধা পান প্রীতি৷ মাঝে জেদ ধরে নিজের মাথার চুল কেটে ন্যাড়া হয়ে যান ওই তরুণী৷ এ নিয়ে নিজের দাদা এবং দিদির সঙ্গে ঝগড়াও হয় তাঁর৷ তবে বেশ কিছু দিন ধরেই ওই যুবক প্রীতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ৷ তাতেই ভেঙে পড়েন প্রীতি৷ সমাজমাধ্যমে করা পোস্টে তাঁর মনের অবসাদও ধরা পড়ে৷ দিন দশেক আগে আত্মহত্যার পথ বেছে নেন ওই তরুণী৷ তার আগে নিজের জন্য পিৎজা এবং ঠান্ডা পানীয় অর্ডার করেন তিনি৷ নিজের প্রেমিককে ফোনও করেন প্রীতি৷ যদিও কল রেকর্ড দেখে পুলিশ জানিয়েছে, প্রীতির ফোন তোলেননি তাঁর প্রেমিক৷
প্রীতির পরিবারের অভিযোগ, দশ দিন কেটে গেলেও এখনও তাঁর প্রেমিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ৷ ন্যায়বিচার চাইছে ওই তরুণীর পরিবার৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Kolkata,West Bengal
April 04, 2025 7:31 PM IST
Fake Lady Doctor at Delhi AIIMS: গায়ে সাদা কোট, সবাই ভাবত তিনি দিল্লির এইমস-এর চিকিৎসক! মহিলার আসল কীর্তি ফাঁস করল পুলিশ