Last Updated:
বৈকুন্ঠপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সাংসদ খলিলুর রহমান

বৈকুন্ঠপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সাংসদ খলিলুর রহমান
মুর্শিদাবাদ: লোকাল ১৮ বাংলার খবরের জের। দিল্লি থেকে রঘুনাথগঞ্জে ছুটে এলেন সাংসদ। গত সপ্তাহে লাগাতার ভাঙনের কবলে পড়ে রঘুনাথগঞ্জের বৈকুন্ঠপুর। ভেঙে গিয়েছে রাস্তা। সরানো হয়েছে গ্রামের বাসিন্দাদের। তবে এবার সেই গ্রামে দিল্লি থেকে ছুটে এসে তড়িঘড়ি গেলেন সাংসদ খলিলুর রহমান। তিনি এলাকা পরিদর্শনের পর দ্রুত ভাঙন এলাকা মোকাবিলা এবং রাস্তা তৈরি নির্দেশ দেন সাংসদ তহবিল থেকেই।
রঘুনাথগঞ্জের বৈকুন্ঠপুরে ভাঙ্গনের কবলে ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। খলিলুর রহমান সহ ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে তিনি এই রাস্তা পরিদর্শন করেন। অবিলম্বে অতি দ্রুত এই রাস্তা সংস্করণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: আবর্জনার পাহাড়ে আগুন! স্টেশন, বাজার, স্কুল, কলেজ যেতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের
দিল্লি থেকে ফিরেই জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর দাসকে সঙ্গে নিয়ে বৈকুন্ঠপুরের কাটানের ভয়াবহ পরিস্থিতি পরিদর্শনে পৌঁছলেন। সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক জন প্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা। জঙ্গিপুর সাংসদ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, বিডিওর সঙ্গেও দীর্ঘ আলোচনা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাংসদ জানান, সাংসদ তহবিলের টাকাতেই এই রাস্তাটি সংস্কার হয়েছিল। আবারও সেই রাস্তা গঙ্গার ভাঙনের টানে বসে যায়। ইদের আগে যাতে এই এলাকার মানুষের কিছুটা হলেও সূরাহা হয় সেই উদ্দেশ্যেই বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেন। আপদকালীন অস্থায়ী একটি রাস্তা ব্যবস্থা করা, যাতে ছোট গাড়ি টোটো, মোটরসাইকেল এবং সাইকেল যাতায়াত করতে পারে বলেই জানানো হয়েছে।
কৌশিক অধিকারী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 28, 2025 1:11 PM IST
Murshidabad News: গমের নাড়া পোড়াতে বিরাট দুর্যোগ! মুহূর্তে দাউদাউ করে আগুন! পুড়ে ছাই বিঘার পর বিঘা জমি