Last Updated:
Agriculture News: অল্প খরচে অধিক ফলন ফলিয়ে অভিনব পদ্ধতিতে চাষ করে লাভবান হতে পারেন কৃষকরা।

মুগ ডাল চাষ
দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবনের মাটিতে নোনা জলে প্রভাবে অনেক সময় চাষবাসের ক্ষতির সম্মুখীন হতে হয়। ধান চাষের পরবর্তী সময়ে যদি এই চাষ করেন তাহলে জমিতে নোনা ভাব কাটিয়ে ও জৈব সারের প্রয়োজনীয়তা বৃদ্ধি করে। তাই অল্প খরচে অধিক ফলন ফলিয়ে অভিনব পদ্ধতিতে চাষ করে লাভবান হতে পারে কৃষকরা।
তবে এই ধরনের চাষ করতে গেলে ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মাঝামাঝি পর্যন্ত সবচেয়ে বেশি উপযুক্ত সময়। যার কারণ দেরিতে বোনা হলে এই ফসলের বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময় ফসল বোনার উপযুক্ত সময়। মূলত গ্রামীণ ভাষায় এটাকে গ্রীষ্মকালীন মুখ কড়াই বলা হয়।
আরও পড়ুন: চাকরি করতে ভাল না লাগলে রয়েছে উপার্জনের দারুণ পথ, বছরে লাখ লাখ টাকা আয় করার উপায় আপনারই হাতে
আর এটাকে চাষ করতে গেলে আপনাকে ভাল করে দেখে নিতে হবে আপনার ওই চাষের জমিতে অতিরিক্ত জল যাতে না দাঁড়ায়। এবং এঁটেল মাটিতে জল সহজে দাঁড়িয়ে যায় না বলে এই চাষের পক্ষে খুব উপযুক্ত। তাই জমির নোনা ভাব এবং খরা ভাব অনেকটাই কেটে যায়।
তাই এই সময়ে উপযুক্ত সময় এই চৈতী মুগকলাই চাষ করা। এটি মূলত চাষ করতে গেলে প্রতি কাটা জমিতে প্রায় ২০০ থেকে ২৭০ গ্রাম বীজ প্রয়োজন হয়। এবং প্রত্যেকটি লাইনে পঁচিশ থেকে কুড়ি সেমি দূরত্ব রোপন করতে হবে। কীভাবে বীজ শোধন করবেন রাসায়নিক উপায়ে বীজ শোধন করতে হবে। এবং বীজ প্রধান করার এক সপ্তাহ আগে প্রতি কেজি বীজের সাথে দু গ্রাম করে কার্পেন্ডারজিম এবং ম্যাক্সোজের মিশিয়ে রাখতে হবে। তারপর সেই বীজগুলি এই জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে জীবনস্বর যুক্ত না হতে পারে।
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক থেকে ৩০ লাখ টাকার হোম লোন নিচ্ছেন? প্রতি মাসে কত EMI দিতে হবে দেখুন
বোনার ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে ফসল কাটার উপযুক্ত সময় হয়ে যায়। এবং এটি একেবারে না তুলে ধাপে ধাপে এই করাই আর এভাবেই এই কড়াই চাষ করলে অসময় আপনারা লাভবান হতে পারে।
সুমন সাহা
Kolkata,West Bengal
March 27, 2025 8:00 PM IST
Money Making Tips: আপনাকে স্বনির্ভর করবে এই গাছ ! সহজেই আয় হবে মোটা টাকা