এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২০ সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কেবল আইপিএলে খেলছেন ৪৩ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার। আইপিএলের গত কয়েক মৌসুম ধরেই প্রশ্ন, এটিই ধোনির শেষ আসর? এবারও ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপজয়ী অধিনায়ক উত্তর দিয়েছেন সেটির।
;
ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে চেন্নাই সুপার কিংস। ধোনির কাছে অবসর প্রসঙ্গে প্রশ্ন যায়। বলেন, ‘সিএসকের হয়ে যতদিন ইচ্ছা খেলতে পারি। এটা আমার ফ্র্যাঞ্চাইজি। আমি হুইলচেয়ারে থাকলেও তারা আমাকে টেনে নিয়ে যাবে।’
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। ২০১৬-১৭ আসরে চেন্নাই নিষিদ্ধ হলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেন। চেন্নাই ফেরার পর এপর্যন্ত দলটির হয়ে খেলে চলেছেন। ধোনির নেতৃত্বে পাঁচবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি।