থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ২১ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন, সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে শেয়ার করার মতো কোনো আপডেট নেই।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের জন্য অনুকূল নয় বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে বলেন, সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা একই বৈঠকে কয়েকবার একসঙ্গে উপস্থিত থাকবেন, তাই দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা নেই।
এক সূত্র মতে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা প্রায় প্রতিদিন ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, যা বৈঠকের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে না। সামগ্রিকভাবে, দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে সম্মেলনের প্রেক্ষাপটে তাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা বা শুভেচ্ছা বিনিময় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৩ ও ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছিল, ঢাকার কাছ থেকে এ বিষয়ে একটি প্রস্তাব পাওয়া গেছে, তবে এখনও সিদ্ধান্ত হয়নি।