সিলেটের ভোলাগঞ্জে বিএনপি নেতার দখল থেকে সরকারি জমি উদ্ধার

সিলেটের ভোলাগঞ্জে বিএনপি নেতার দখল থেকে সরকারি জমি উদ্ধার

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ ১০ নম্বর সাইট এলাকার কালাসাদক মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১০২, ১০৩ ও ১০৫ নম্বর দাগের প্রায় ৭০ দশমিক ০৯ একর জমি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়। এসব স্থানে থাকা পাথর ভাঙার (স্টোনক্রাশার মিল) ছোট-বড় ১০০ কল উচ্ছেদের পাশাপাশি প্রায় ৫০টি টিনশেড ঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত প্রথম আলোকে বলেন, ‘আজ অভিযান চালিয়ে ১০০ স্টোনক্রাশার মিল ও অর্ধশতাধিক টিনশেড ঘর উচ্ছেদ করা হয়েছে। ফের যাতে ওই সরকারি জায়গা দখল না হয়, সে ব্যাপারেও আমাদের কড়া নজরদারি থাকবে। প্রয়োজনে অভিযান অব্যাহত থাকবে। ওই এলাকায় অবৈধ দখল ঠেকাতে আমরা আগেও অভিযান চালিয়েছি।’

Scroll to Top