এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বেশ কিছুদিন ধরে চোটে ভুগছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামি হয়ে তিন ম্যাচ না খেলার পর ফিরে গোল করেন। সবশেষ আটালান্টা ইউনাইটেডের হয়ে মাঠে নামেন আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যাচে ফের চোট পান। এতে ছিটকে গেলেন কদিন বাদে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড থেকে। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলবে কাতার বিশ্বকাপজয়ী দলটি।
আটালান্টা ম্যাচের পর মেসির স্ক্যান করানো হয়। পায়ের মাংসপেশি ও সংযোগে চোট পাওয়া গেছে। চোট শনাক্ত হওয়ার পর ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আন্তর্জাতিক বিরতির সময়ে মেসিকে বিশ্রাম দেয়া কথা ভাবেন। তাই বড় দুটি ম্যাচে খেলা হচ্ছে না মেসির।
আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে নামবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। ম্যাচ দুটি সামনে রেখে সোমবার ২৬ সদস্যের দল দেয় আর্জেন্টিনা। মেসির পাশাপাশি প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, জিওভানি লো সেলসো, আলেজান্দ্রো গার্নাচো, গঞ্জালো মন্টিয়েল ও ক্লদিও এচেভেরির মতো তারকারা।
আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, লিওনর্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মোদিনা, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডি পল, ইজিকুয়েল পালাসিও, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিউলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গুয়েজ।
ফরোয়ার্ড: থিয়েগো আলমাদা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঞ্জেল কোরেয়া, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।