চেলসিকে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল | চ্যানেল আই অনলাইন

চেলসিকে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল | চ্যানেল আই অনলাইন

প্রিমিয়ার লিগে লম্বা সময় ধরে শীর্ষ ধরে রেখেছে লিভারপুল। পয়েন্টে তাদের ধারেকাছে নেই কেউ। দুইয়ে থাকা আর্সেনালও বেশ পিছিয়ে। ২৯তম রাউন্ডে চেলসিকে হারিয়ে লিভারপুলের সঙ্গে কিছুটা পয়েন্ট ব্যবধান কমাল আর্সেনাল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন মাইকেল মেরিনো। ২৯ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৮। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট। ৪৯ পয়েন্ট চারে চেলসি। ব্লুজদের থেকে ১ পয়েন্ট কমে পাঁচে ম্যানচেস্টার সিটি।

প্রিমিয়ার লিগে আগের তিন ম্যাচে পয়েন্ট হারায় আর্সেনাল। ওয়েস্টহ্যামের কাছে হারের পর নটিংহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করে মিকেল আর্তেতার দল। ঘুরে দাঁড়ানোর ম্যাচে শুরু থেকে চেলসির উপর চাপ তৈরি করে আর্সেনাল।

২০ মিনিটে লিড পায় আর্সেনাল। মার্টিন ওডেগোরের কর্নারে হেডে বল জালে জড়ান মিডফিল্ডার মেরিনো। লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

Scroll to Top