টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে ও টেস্টে খেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডেকে বিদায় বলে দিতে পারেন ভারত কিংবদন্তি, এমন রটেছিল। মহাতারকা অবশ্য জানালেন আপাতত অবসরের কোনো পরিকল্পনা নেই।
সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র এক অনুষ্ঠানে কোহলি অবসর প্রসঙ্গে বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে।’
এখনও খেলা উপভোগ করছেন কোহলি। যতদিন উপভোগ করবেন, অবসর নেবেন না। বলেছেন, ‘এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের ক্ষুধা এবং ভালোবাসা, এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যতদিন সেটা উপভোগ করব ততদিন খেলে যাব। এখন কোনো কীর্তি গড়ার জন্য খেলি না।’
কোহলি বলেছেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার আগ্রহ থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে একবার অনেক আলাপ হয়েছিল। সে বলেছিল, সবসময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে। জীবনের কোন পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে বেশি করে ভাবতে। কারণ অবসর কবে নেব, এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয়।’