Last Updated:
বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা সম্মেলন ‘সেন্ট গ্যালন ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৫’ মান্যতা দিয়েছে ক্যানসারের মতো মারণব্যাধির চিকিৎসায় মানুষের খরচ কমাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের গুরুত্ব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কীভাবে রোগীদের পাশে থেকেছে এবং মাইলফলক স্থাপন করেছে, সেই গবেষণাপত্র পাঠ করতে বাংলার চিকিৎসকেরা ডাক পেয়েছেন অস্ট্রিয়ায় আয়োজিত ওই সম্মেলনে।

কলকাতা: বিশ্বের দরবারে আগেই সেরার স্বীকৃতি পেয়েছিল বাংলার ‘কন্যাশ্রী’। বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছিল ‘উৎকর্ষ বাংলা’ এবং ‘সবুজসাথী’ও। এবার রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পও আন্তর্জাতিক মঞ্চে স্থান করে নিল। সরকারের তরফে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যসাথীর এই বিশ্ব স্বীকৃতি প্রমাণ করে দিতে চলেছে রাজ্যের সকল স্তরের মানুষের কাজে লেগেছে এই প্রকল্প।
সরকারের তরফে জানানো হয়েছে, বাড়ির মহিলাদের নামে হওয়া স্বাস্থ্যসাথী কার্ডে যে পরিবারের সবাই বেসরকারি নার্সিংহোমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন, তা সুস্পষ্ট হয়ে গিয়েছে। ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প ক্যানসার চিকিৎসায় আর্থিক সুরাহা দিয়েছে মানুষকে। ব্রেস্ট ক্যানসার রোগীদের কেমোথেরাপি সম্পূর্ণ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের সৌজন্যে।
বাংলা প্রকল্পের এই সাফল্যের কথা উঠে এসেছে ‘দি ব্রেস্ট’ আন্তর্জাতিক জার্নালে। শুধু তাই নয়, বিশ্বসেরা চিকিৎসকদের ‘সেন্ট গ্যালেন’ আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর সুবিধা রাজ্য ও দেশের চৌকাঠ পেরিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এল আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রে।
বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা সম্মেলন ‘সেন্ট গ্যালন ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৫’ মান্যতা দিয়েছে ক্যানসারের মতো মারণব্যাধির চিকিৎসায় মানুষের খরচ কমাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের গুরুত্ব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কীভাবে রোগীদের পাশে থেকেছে এবং মাইলফলক স্থাপন করেছে, সেই গবেষণাপত্র পাঠ করতে বাংলার চিকিৎসকেরা ডাক পেয়েছেন অস্ট্রিয়ায় আয়োজিত ওই সম্মেলনে।
গত বৃহস্পতিবার বিশ্বসেরা চিকিৎসকদের উপস্থিতিতে ওই আন্তর্জাতিক মঞ্চে তা পাঠ করা হয়। বিশিষ্ট অঙ্কোসার্জন ডাঃ সৌমেন দাস-সহ ৫ জন চিকিৎসকের গবেষণা ও সমীক্ষা রিপোর্ট জানানো হয়, ব্রেস্ট ক্যানসার রোগীদের চিকিৎসার খরচ ৭০ শতাংশ কমিয়ে দিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের জেরেই শেষ পর্যন্ত কেমো চালিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন রোগীরা।
নয়াবাদ ও সিঁথির দুই বেসরকারি হাসপাতালের ব্রেস্ট ক্যানসার রোগীদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষায় স্বাস্থ্যসাথী প্রকল্পের ২৪৫০ জন এবং অন্যদিকে ২৭৩৫ জন নগদে চিকিৎসা-করা রোগীদের চিকিৎসার গতিপ্রকৃতি তুলনা করা হয়। মৃত্যুহার দুই ধরনের রোগীদের মধ্যেই ছিল সমান। বিশিষ্ট চিকিৎসকেরা পর্যন্ত স্বীকার করে নেন, ক্যানসারের মতো ব্যয় সাপেক্ষ চিকিৎসায় স্বাস্থ্যসাথীর ভূমিকা অপরিসীম। তাই স্বাস্থ্যসাথীর আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে খুশি প্রশাসন।
March 15, 2025 10:01 AM IST
Abhishek Banerjee: আজ মেগা বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়! ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে বিশদ আলোচনায় আমন্ত্রিত সাংসদ থেকে জেলা সভাপতি