Abhishek Banerjee: আজ মেগা বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়! ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে বিশদ আলোচনায় আমন্ত্রিত সাংসদ থেকে জেলা সভাপতি

Abhishek Banerjee: আজ মেগা বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়! ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে বিশদ আলোচনায় আমন্ত্রিত সাংসদ থেকে জেলা সভাপতি

Last Updated:

‘ভূতুড়ে’ ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরা নন, আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক, জেলা সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যান সকলেই।

News18Abhishek Banerjee: আজ মেগা বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়! ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে বিশদ আলোচনায় আমন্ত্রিত সাংসদ থেকে জেলা সভাপতি
News18

কলকাতা: ‘ভূতুড়ে’ ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরা নন, আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক, জেলা সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যান সকলেই। দলীয় সূত্রে খবর, আজ, শনিবার ১৫ মার্চের ভারচুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভা চেয়ারম্যান-সহ অন্যান্য নেতৃত্বও।

‘ভূতুড়ে ভোটার’ নিয়ে ৬ মার্চ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠক হয়।‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে, তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল। অন্য কাজে ব্যস্ত থাকায় ওই দিনের বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ ১৫ মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভারচুয়াল বৈঠক ডাকেন। পরে দিনবদল করেন। বলা হয়, বৈঠক হবে ১৬ মার্চ। যদিও পরে নির্দেশিকা জারি করে জানানো হয় বৈঠক হবে ১৫ মার্চ। দলের প্রায় সকলকেই ডাকা হয়েছে বৈঠকে।

আরও পড়ুন: ট্রাম্প জমানায় ফের ভিসা বাতিল! এবার ছাত্রীর বিরুদ্ধে ‘জঙ্গি’ হামাসকে সমর্থনের অভিযোগ, সোজা পাঠানো হল দেশে

‘ভূতুড়ে’ ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরা নন, আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক, জেলা সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যান সকলেই। দলীয় সূত্রে খবর, ১৫ মার্চের ভারচুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য, সাংসদ, বিধায়ক, পুরপ্রধান, জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভা চেয়ারম্যান-সহ অন্যান্য নেতৃত্বও।

আরও পড়ুন: হোলির ঠিক আগের রাতে…মহিলাকে পিষে দিল চারচাকা! ‘আরেক রাউন্ড, আরেক রাউন্ড’ বলে চেঁচিয়ে উল্লাস চালকের

রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। দাবি করেন, ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek Banerjee: আজ মেগা বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়! ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে বিশদ আলোচনায় আমন্ত্রিত সাংসদ থেকে জেলা সভাপতি

Next Article

Partha Chatterjee: পার্থর ‘মন্দ কপাল’, তাঁর বিরুদ্ধে রাজসাক্ষী খোদ জামাই

Scroll to Top