শ্রীলঙ্কার কলম্বোতে বিশ্বকাপ দাবা ও বিশ্ব নারী কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপে পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। যেখানে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৫ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে তালিকার শীর্ষে রয়েছেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান, আন্তর্জাতিক মাস্টার তিলকরত্নে ও ভিরাসেকারা দিশাল নিমসারার সঙ্গে। ওপেন গ্রুপে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট করে অর্জন করেছেন। তানভীর আলম ৩ পয়েন্ট ও অমিত বিক্রম রায় পেয়েছেন আড়াই পয়েন্ট।
শুক্রবার বিকেলে পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলঙ্কার লিয়ানাগে পেসানদু রাশিমিথাকে, মোহাম্মদ ফাহাদ রহমান নেপালের সিলওয়াল পুরুষত্তোমকে, মনন রেজা নীড় শ্রীলঙ্কার শিবাথানুজানকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন শ্রীলঙ্কার গালাপপাত্থি চিন্তাকা অনিরুদ্ধকে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফ সাজিদ শ্রীলঙ্কার সামারানায়ক পামুর মেথদিনুকে, তানভীর আলম শ্রীলঙ্কার আমারাথুনগা কোসালা সান্দিপা চামিকারাকে ও অমিত বিক্রম রায় শ্রীলঙ্কার সানভিরু দুলনিথকে পরাজিত করেন।
নারী বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে নারী ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার নারী আন্তর্জাতিক মাস্টার গুনবর্ধনা দেভিনদিয়া ওশিনির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। পঞ্চম রাউন্ড শেষে আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ ৩ পয়েন্ট ও নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম পেয়েছেন আড়াই পয়েন্ট। নারী বিভাগে ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার সানুদুললা দাহামদির সঙ্গে ড্র করেছেন। রানী হামিদ শ্রীলঙ্কার রানাসিঙ্গে লিহিনি হিমানসারকে পরাজিত করেন এবং নোশিন আঞ্জুম হেরেছেন শ্রীলঙ্কার পাল্লিয়াগে সেথুমলি দেবহারার কাছে।
প্রতিযোগিতায় ওপেন ও মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন। পাশাপশি ফিদে মাস্টার চ্যাম্পিয়ন হলে সরাসরি আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাবেন।