ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির মাঠে হওয়া ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে দলটি। দুর্দান্ত বল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক।
বিকেএসপিতে হওয়া ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটে নেমে ধানমন্ডি স্পোর্টস ক্লাব রবিউল হকের তোপে পড়েন। ৫.৫ ওভার বল করে ১৪ রান দিয়ে এ পেসার নেন ৪ উইকেট। এছাড়া আরিফ আহমেদ ও তাইবুর রহমানের ২টি করে উইকেট শিকারে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।
ধানমন্ডির মঈন খান সর্বোচ্চ ৩৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে অধিনায়ক সোহানের থেকে। ধানমন্ডির সাত ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি। ১১৫ রানের মধ্যে অতিরিক্ত আসে ১১ রান।
জবাবে ব্যাটে নেমে মার্শাল আইয়ুবের অপরাজিত ৫১ রানে ভর করে ৫ উইকেটের জয় তোলে অগ্রণী ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে তাইবুর রহমানের থেকে। অধিনায়ক ইমরুল কায়েস শুন্য রানে সাজঘরে ফেরেন। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ২ উইকেটের পর একটি করে উইকেট নেন মঈন খান, ফজলে মাহমুদ ও মো. এনামুল।
দিনের অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৯ ওভার বল করে ৩ মেডেন ২২ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শামিম মিয়া।
আগে ব্যাট করা শাইনপুরের ব্যাটাররা আবু হাসিম, শামিম ও তোফায়েল আহমেদের বোলিং তোপে পড়ে ১৬১ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪৬ রান করেন জুবায়ের হোসাইন, ২৯ রান আসে অনিক সরকারের থেকে। তোফায়েল ৩টি ও হাসিম ২টি উইকেট নেন।
জবাবে গাজী গ্রুপের দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয় ৫০ ও ৫২ রানের ইনিংস খেলেন। শামসুর রহমান ৩৩ ও সালমান ইমন ২৩ রানে অপরাজিত থাকেন। ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ও ১৯৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে গাজী গ্রুপ।