ইন্টার মিয়ামির হয়ে তিন ম্যাচ মাঠে নামেননি বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ৩৭ বর্ষী মহাতারকাকে ছাড়াই কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে প্রথম লেগে জয় তুলেছিল মেজর লিগ সকারের ক্লাবটি। দ্বিতীয় লেগ খেলতে জ্যামাইকার কিংসটনে যাচ্ছেন মেসি-সুয়ারেজরা। এ ম্যাচের জন্য অনুশীলনের মাধ্যমে প্রস্তুত হচ্ছেন মেসি, এমনটাই জানিয়েছেন দলটির কোচ হাভিয়ের মাশ্চেরানো।
মেসি সবশেষ খেলেছিলেন স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে গত ২৫ ফেব্রুয়ারি। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগের ওই ম্যাচে মিয়ামি ৩-১ ব্যবধানের জয় তুলেছিল, দুর্দান্ত একটি গোলও করেছিলেন মেসি।
ক্যারিবিয়ান আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমে কোচ মাশ্চেরানো বলেছেন, ‘লিওনেল মেসি স্বাভাবিক নিয়মে চলছেন এবং আমাদের সাথে জ্যামাইকা সফরে যাবেন। বৃহস্পতিবার আমরা নির্ধারণ করব তার জন্য কোনটা ভালো হবে।’
‘এমন হতে পারে তিনি শুরুর একাদশে থাকবেন অথবা বেঞ্চে থেকে পরে নামবেন। আজকে তিনি দলের সাথে অনুশীলন করেছেন এবং তাকে স্বাভাবিক দেখাচ্ছে। আমরা খুশি তিনি আমাদের সাথে জ্যামাইকাতে যাচ্ছেন।’
কনক্যাকাফে চ্যাম্পিয়ন কাপের শেষ ষোলোর লড়াইয়ে জ্যাকাইকান ক্লাব কাভালিয়ারের বিপক্ষে প্রথম লেগে জয় পেয়েছিল মেসির মিয়ামি। ওই লেগে তাদেও অ্যালেন্দে ও লুইস সুয়ারেজের গোলে ২-০তে জয় তুলেছিল দলটি।