04

‘মণি’, ‘উহ লা লা’, ‘হুডুগিগাগি’, ‘থাই ইলাদা থাব্বালি’, ‘মানে মাগলু’, ‘ইয়ারাকাই’, ‘অটো শংকর’, ‘তাভারিগে বা তাঙ্গি’, ‘হাটাভাড়ি’ এবং ‘উল্লা কাদাথাল’-এর মতো ছবির ব্যাপক পরিচিতি এনে দেয় রাধিকাকে। দক্ষিণ ভারতে আজও তাঁর অভিনয়ের প্রশংসা করেন সিনেপ্রেমীরা। অভিনয় জীবনে মোট ৩০টি ছবিতে কাজ করেছেন তিনি। অধিকাংশই সুপারহিট।