Digha: এবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে পাবেন নিজের পাড়ায় বসেই… অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন

Digha: এবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে পাবেন নিজের পাড়ায় বসেই… অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন

Last Updated:

অক্ষয় তৃতীয়ার দিনে এই বিশেষ অনুষ্ঠানে হাজির থাকতে চেয়ে অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন৷ অনেকেই ইতিমধ্যেই হোটেল বুকিং সেরে ফেলেছেন৷

* দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে পারবেন নিজের পাড়ায় বসেই।Digha: এবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে পাবেন নিজের পাড়ায় বসেই… অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন
* দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে পারবেন নিজের পাড়ায় বসেই।

দিঘা: এপ্রিল মাসের শেষে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হতে চলেছে দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের। ইতিমধ্যেই এটির নির্মাণকাজ প্রায় শেষ৷ দফায় দফায় রাজ্যের আধিকারিক থেকে ট্রাস্টি বোর্ডের সদস্যরা এই মন্দির পরিদর্শন করছেন৷

অক্ষয় তৃতীয়ার দিনে এই বিশেষ অনুষ্ঠানে হাজির থাকতে চেয়ে অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন৷ অনেকেই ইতিমধ্যেই হোটেল বুকিং সেরে ফেলেছেন৷ ফলে ২৮ এপ্রিল থেকে পয়লা মে অবধি প্রচুর মানুষ সমাগম হবেন দীঘায়৷ অনেকে অবশ্য উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করলেও, নানা কারণে হাজির থাকতে পারবেন না। সেই কারণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে রাজ্যের প্রশাসনিক সূত্রে খবর। সূত্রের খবর রাজ‌্যজুড়ে সমস্ত ব্লকে বসবে জায়ান্ট স্ক্রিন। সেই স্ক্রিনেই সরাসরি সম্প্রচার হবে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। গোটা রাজ্যের মানুষ এর লাইভ সম্প্রচার দেখতে পাবেন।

আরও পড়ুন: ২০২৭ সালের বিশ্বকাপে কি খেলবেন রোহিত-কোহলি? অবসর নিয়ে বোর্ডের বিরাট পরিকল্পনা ফাঁস

জগন্নাথ দেব-সহ তিনটি পাথরের মূর্তি অনেক আগেই তৈরি হয়ে এসে গিয়েছে। মূল বিগ্রহ কষ্টি পাথরের। বাকি দু’জনের শ্বেতপাথরের। সবটাই তৈরি হয়ে এসেছে রাজস্থান থেকে। তবে নিত‌্যপুজোর জন‌্য যে মূর্তিটি প্রতিষ্ঠা হবে সেটি নিমকাঠের। পুরীর মন্দিরের মতোই এখানে হবে নিত্যপূজা। থাকবে ভোগের আয়োজন। মন্দিরের ধ্বজা রোজ বদল হবে পুরীর মন্দিরের ধাঁচেই। তবে সেখানে যেমন পুরীর মন্দিরের গায়ের সূক্ষ্ম খাঁজ ধরে যেভাবে প্রশিক্ষণপ্রাপ্তরা ওঠানামা করেন, দিঘার মন্দিরের গায়ে ওঠানামার জন‌্যও তেমনই স্থাপত্য নির্মাণ থাকছে মন্দির জুড়ে। পুরীর মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের কাছে স্পেশাল বা বিশেষ ভাবে মনে রাখার মতো হল খাজা৷

দিঘায় অবশ্য মিলবে ছানার মুরকি ও পেঁড়া। কালীঘাট মন্দিরের সাথে যেহেতু এর সংযোগ আছে। তাই কালীঘাটের পেঁড়ার আদলেই দীঘার জগন্নাথ মন্দিরে পুজোর প্রসাদে এই পেঁড়া মিলতে পারে।

ওল্ড দীঘায় থানার বিপরীতের রাস্তায় যে পুরনো জগন্নাথ মন্দিরটি ছিল সেটিকে জগন্নাথের মাসির বাড়ি হিসাবে ধার্য করা হয়েছে। সেটিরও সংস্কার চলছে। এছাড়া পুরীতে যেমন আছে স্বর্গোদ্বার। তেমনই দিঘায় হচ্ছে চৈতন্যদ্বার।

বাংলা খবর/ খবর/দেশ/

Digha: এবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে পাবেন নিজের পাড়ায় বসেই… অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন

Next Article

Indian Railways: আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে নয়া লজিস্টিক হাব

Scroll to Top