Last Updated:
Dolpurnima 2025:সামনেই দোলপূর্ণিমা, আর এই দোলপূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিন এই দোল পূর্ণিমা। এই পবিত্র দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন দেখতে ঘুরে আসতে পারেন মথুরাপুরের ছত্রভোগ থেকে।

মহাপ্রভুর পদচিহ্ন
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: সামনেই দোলপূর্ণিমা, আর এই দোলপূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি এই দোলপূর্ণিমা। এই পবিত্র দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন দেখতে ঘুরে আসতে পারেন মথুরাপুরের ছত্রভোগ থেকে। ছত্রভোগে দোলযাত্রার দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন দেখতে ভিড় করেন অগণিত মানুষ। দোলপূর্ণিমার আগে থেকেই হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন সেখানে। কথিত আছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নীলাচলে যাওয়ার পথে এসেছিলেন মথুরাপুরে।
এরপর থেকে তাঁর ভাবধারায় প্রাণিত হয়ে এখানেও শুরু হয় তাঁর জন্মতিথি পালন-সহ একাধিক উৎসব। এখনও এখানে রয়েছে তাঁর পদচিহ্ন। মথুরাপুরের ছত্রভোগ যেখানে গেলে আজও দেখা মিলবে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নের প্রতিকৃতি।
কথিত, চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় অন্ধমুণিতলা থেকে কিছুটা দূরে আদিগঙ্গার পাড়ে অবস্থান করেছিলেন। সেখানে তিনি ভোগ বিতরণ করেন। সেই থেকে এলাকার নাম হয় ছত্রভোগ। ঐতিহাসিক স্থান হিসাবে এই ছত্রভোগ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বছরের কয়েকটি নির্দিষ্ট দিনে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষজন এখানে একত্রিত হন। সেইদিন এখানে হাজার হাজার ভক্ত ভিড় জমান।
মন্দিরের গায়ে খোদিত পাথরের শিলালিপি দেখে জানা যায় যে, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ১৫১১ সালে। পরে এই ফুটপ্রিন্টটি পাকাপাকিভাবে স্থাপন করা হয় ১৯৩৩ খ্রিস্টাব্দে। স্বরস্বতী গোস্বামী মহারাজ এই ফুটপ্রিন্টটি স্থাপন করেন। জানা যায় যে চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় তিনি তাঁর চার ভক্তের সঙ্গে আদিগঙ্গার পাড় ধরে একসময় উপস্থিত হয়েছিলেন এই ছত্রভোগে। ছত্রভোগে আসার পর তিনি সেখানে রাত্রিযাপন করেন। এবং সেখানে লীলাকীর্তন করেন।
আরও পড়ুন : মণিপুরী ঘরানায় বৈচিত্রে সমৃদ্ধ, দেখতে আসুন নবদ্বীপে এই রাজবাড়ির প্রাচীন দোলযাত্রা পার্বণ
এবং তিনি তাঁর পদচিহ্ন রেখে যান এই ছত্রভোগে। যেটি আজও সযত্নে রক্ষিত আছে সেখানে। বর্তমানে আদিগঙ্গার ধারা প্রায় বিলীন হয়ে গিয়েছে। তবে রয়ে গিয়েছে চৈতন্য মহাপ্রভুর আগমনের চিহ্ন।দোলপূর্ণিমা আসলেই সেই স্মৃতি টাটকা হয়ে ওঠে এই এলাকায়। আজও তাঁর ভাবধারায় অনুপ্রাণিত হাজার হাজার ভক্ত আসেন এখানে। আপনিও তাহলে দেরি করছেন কেন, চলে আসুন মথুরাপুরে।
Kolkata,West Bengal
March 12, 2025 9:04 PM IST
East Medinipur News: শুঁটকি মাছ উৎপাদন শিল্পে, অস্তিত্বের সংকটে ক্ষুদ্র মৎস্যজীবীরা