Last Updated:
Pakistan Train Hijack Latest Update দিনভর সংঘর্ষ শেষ হল বালুচিস্তানে। ট্রেন অপহরণ কাণ্ডে অবশেষে পাকিস্তানি সেনার কাছে হার মানলেন বালোচিস্তানে বিদ্রোহীরা।

বালুচিস্তান: দিনভর সংঘর্ষ শেষ হল বালুচিস্তানে। ট্রেন অপহরণ কাণ্ডে অবশেষে পাকিস্তানি সেনার কাছে হার মানলেন বালোচিস্তানে বিদ্রোহীরা। পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরিফ পাকিস্তানি টিভি চ্যানেল দুনিয়া নিউজকে জানিয়েছেন, পাক সেনা সব ৩৩ বালুচ বিদ্রোহীদের খতম করেছে। সেনা সার্চ অপারেশন চালাচ্ছে এখনও।
আরও পড়ুন: ২০২৭ সালের বিশ্বকাপে কি খেলবেন রোহিত-কোহলি? অবসর নিয়ে বোর্ডের বিরাট পরিকল্পনা ফাঁস
পাশাপাশি সংবাদ সংস্থা এএফপিকে পাক সেনার এক আধিকারিক বলেছেন,”৩৪৬ জন পণবন্দিকে মুক্ত করা হয়েছে। পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ৩০ জন সন্ত্রাসবাদী”।
লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরিফ অবশ্য় দাবি করেছেন, এই ঘটনায় ২১ জন যাত্রী এবং আধাসামরিক বাহিনীর ৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, নয় কামরার জাফর এক্সপ্রেসে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন এবং ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। এই সময় সন্ত্রাসীরা কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দূরে গুডালার এবং পিরু কুড়ির পাহাড়ি এলাকায় একটি সুড়ঙ্গের কাছে বিস্ফোরক ব্যবহার করে ট্রেনটিকে লাইনচ্যুত করে এবং অপহরণ করে।
আরও পড়ুন: কলেজ ছাত্রীকে নগ্ন ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে নিয়মিত সঙ্গম সাতজনের! গণধর্ষণের অভিযোগ দায়ের
পাক সেনা আধিকারিকের দাবি, সেনা, বিমানবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং এসএসজি জওয়ানরা অভিযান চালিয়ে সব বন্দীদের মুক্ত করেছে। সেই সঙ্গে বালোচ যোদ্ধাদের সঙ্গে আফগানিস্তান যোগের দাবিও করেছেন জেনারেল শরিফ। তাঁর দাবি, সন্ত্রাসীরা অপারেশনের সময় স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের সমর্থক এবং মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ করেছিল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 13, 2025 12:38 AM IST
Bus Accident: ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠাৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন