Darjeeling: হোলির লম্বা ছুটিতে উত্তরবঙ্গে বাজেট ট্রিপ করতে চান? ‘এখানে’ অর্ধেক খরচে মিলবে গাড়ি, জানুন বিস্তারিত…

Darjeeling: হোলির লম্বা ছুটিতে উত্তরবঙ্গে বাজেট ট্রিপ করতে চান? ‘এখানে’ অর্ধেক খরচে মিলবে গাড়ি, জানুন বিস্তারিত…

Last Updated:

Darjeeling: হোলির ছুটিতে কম খরচে দার্জিলিংয়ের অফবিট গ্রাম ঘুরতে চান? গাড়ি ভাড়া নিয়ে চিন্তা করছেন, রইল শেয়ার গাড়ির সন্ধান! কম খরচে ঘুরে আসুন

X

Darjeeling: হোলির লম্বা ছুটিতে উত্তরবঙ্গে বাজেট ট্রিপ করতে চান? ‘এখানে’ অর্ধেক খরচে মিলবে গাড়ি, জানুন বিস্তারিত…

দার্জিলিং

দার্জিলিং: ভ্রমণ পিপাসু সকলের প্রাণকেন্দ্র পাহাড়ের রানি দার্জিলিং। শীত, গ্রীষ্ম, বর্ষা সারাবছর জুড়েই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে শৈলশহর দার্জিলিং। তবে অনেকের অনেক প্রশ্ন থাকে কি করে বাজেট ফ্রেন্ডলি দার্জিলিং শহর ভ্রমণ করা যায়? বর্তমানে অনেকেই আবার বিভিন্ন অফ বিট জায়গা ঘুরতে বেশি ভালোবাসে সেই অর্থে কখনো একজন বা দুজন থাকলে গাড়ি রিজার্ভ করলে টাকার অঙ্ক অনেকটাই বেড়ে যায়। সেই অর্থে অনেকেই বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ শেয়ার গাড়ির খোঁজ করে থাকে।

শিলিগুড়ি এনজিপি বা জংশন থেকে দার্জিলিং আসার জন্য প্রচুর শেয়ার গাড়ি রয়েছে। সেই শেয়ার করি চেপেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে রোহিনি কার্শিয়াং হয়ে সোজা এসে নামতে হবে দার্জিলিংয়ের চক বাজারে। দার্জিলিংয়ের মূল ট্যাক্সি স্ট্যান্ড অর্থাৎ জংশন পয়েন্ট হল এই চকবাজার। এখানে নেমেই দেখতে পাবেন হাতের দু-পাশ জুড়ে রয়েছে সারি সারি টেক্সি।

আরও পড়ুনঃ পলাশের আগুনে লাল! দোলে পুরুলিয়া প্ল্যান করছেন? ‘এখানে’ না গেলে বড় মিস

এখানে শুধু দার্জিলিং নয় পেয়ে যাবেন গ্যাংটক কালিম্পং সমস্ত জায়গার শেয়ার গাড়ি। দার্জিলিং এর জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন গুলির মধ্যে বিশেষ করে তাকদা, তিনচুলে, মানেভঞ্জন, সুখিয়াপোখরী , রিম্বিক, ডালি সহ আরো বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি মিলে যাবে এই চকবাজারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে। দার্জিলিং থেকে শিলিগুড়ির ভাড়া ২৫০ টাকা এবং বাকি বিভিন্ন জায়গায় গন্তব্য অনুযায়ী সরকারি নির্ধারিত ভাড়া বরাদ্দ রয়েছে।

শুধু শেয়ার ট্যাক্সই নয় আপনি চাইলে এখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছতে রিজার্ভ গাড়ি ও পেয়ে যাবেন। সব মিলিয়ে বাজেট ফ্রেন্ডলি ট্যুর চাইলেl ভ্রমণের সব থেকে বড় একটি অংশ গন্তব্যে পৌঁছানো হতে পারে অনেকটাই সহজ। দার্জিলিং চকবাজারের ট্যাক্সি চালক সুনীল গুরুং বলেন, “দার্জিলিংয়ের প্রধান জংশন চকবাজার। এখান থেকে শুধু দার্জিলিং নয়, পেয়ে যাবেন গ্যাংটক, কালিম্পংয়ের গাড়িও। বর্তমানে দার্জিলিং এর বিভিন্ন অজানা গ্রামে যেতে হলেও শেয়ার গাড়ি মিলে যাবে এই ট্যাক্সি স্ট্যান্ডে, এখানে প্রত্যেক জায়গার ভিন্ন ভিন্ন কাউন্টার রয়েছে নিজের পছন্দমত সুলভ মূল্যে টিকিট কাটুন এবং নিজের গন্তব্যে বেরিয়ে পড়ুন।

আরও পড়ুনঃ দোলে দিঘা যাচ্ছেন? মজা এবারে আরও ১০ গুণ বেশি! বিরাট আয়োজনে সীমাহীন ফুর্তি

আপনিও যদি শীতের ছুটিতে বাজেট ফ্রেন্ডলি দার্জিলিং ট্যুর করতে চান তাহলে অবশ্যই এই শেয়ার গাড়ি হতে পারে আপনার বেস্ট অপশন। ঘুরতে যাওয়ার কথা আসলে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় এই ট্রান্সপোর্টেশন সেই অর্থে আর চিন্তা নেই দার্জিলিংয়ের এই চকবাজারে আসলেই মিলে যাবে সমস্ত জায়গার শেয়ার গাড়ি তাও আবার একদম সুলভ মূল্যে।

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Darjeeling: হোলির লম্বা ছুটিতে উত্তরবঙ্গে বাজেট ট্রিপ করতে চান? ‘এখানে’ অর্ধেক খরচে মিলবে গাড়ি, জানুন বিস্তারিত…

Next Article

Alipurduar News: বাইসনের দাপাদাপি! বাগে আনতে হিমশিম বন দফতর, পুলিশের! গুঁতোয় জখম দুই

Scroll to Top