স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫ ১৭:১৩
ফেব্রুয়ারি মাসটা কী দারুণ কাটল শুবমান গিলের। মাসজুড়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের এই ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া রান বন্যা টেনে এনেছেন সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও। দলের হয়ে শিরোপা তো জিতেছেনই, দ্বিতীয়বার জিতলেন আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থও।
স্টিভেন স্মিথ ও গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছিলেন গিল।
ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়নস ট্রফিতে গিল খেলেছেন দুই ম্যাচ। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মোট পাঁচ ওয়ানডেতে ১০১.৫০ গড়ে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৪০৬ রান করেছেন ৯৪.১৯ স্ট্রাইকরেটে।
ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিলেন ৮৭ রানের ইনিংসে, দ্বিতীয়টিতে করে ৬০ রান আর শেষটিতে করেন সেঞ্চুরি। এরপর বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিও শুরু করেন দারুণ এক সেঞ্চুরিতে। রান তাড়ায় নেমে ১০১ রানের অপরাজিত থাকেন তিনি।
গত মাসের পারফরম্যান্স দিয়েই ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। আজ প্রকাশিত সাপ্তাহিক নতুন র্যাংকিংয়েও অপরির্তিত আছে তার অবস্থান।
সারাবাংলা/জেটি
আইসিসি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
শুবমান গিল