এ বছর প্রথমবারের মতো থাইল্যান্ডে বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষিযন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ‘থাইল্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন ২০২৫’। দেশটির রাজধানী শহর ব্যাংককে ২৩-২৫ জুলাই তারিখে বসবে এবারের আসর।
১০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই প্রদর্শনীতে অংশ নেবে প্রায়৩৫টি দেশের কৃষি যন্ত্রপাতি তৈরির প্রতিষ্ঠান।
চায়না এগ্রিকালচারাল মেশিনারিজ ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশন’র হেড অব ইন্টারন্যাশনাল আলেকজান্ডার সান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
চায়না এগ্রিকালচার এগ্রো মেশিনারিজ অ্যাসোসিয়েশন, চায়না এগ্রিকালচারাল ম্যাকানাইজেশন অ্যাসোসিয়েশন ও চায়না এগ্রিকালচার মেশিনারিজ ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এই মেলায় এ বছর বিভিন্ন দেশ থেকে ৩০০ প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছেন আলেকজান্ডার।
আয়োজকরা জানিয়েছেন, এ মেলার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন কৃষিযন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের তৈরি কৃষি যন্ত্রপাতির সঙ্গে সারাবিশ্বের মানুষকে পরিচয় করিয়ে দেয়া হবে।
উল্লেখ্য কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে এবং কৃষিযন্ত্রকে জনপ্রিয় করতে ষাট বছরেরও বেশি সময় ধরে চীনে প্রতি বছর আন্তর্জাতিক কৃষিযন্ত্রপাতি প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছরও অক্টোবরে চীনের উহান শহরে আয়োজন করা হবে চায়না ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন ২০২৫।