ভারত-জাপান-থাইল্যান্ড সফরে আসছেন তুলসী গ্যাবার্ড 

ভারত-জাপান-থাইল্যান্ড সফরে আসছেন তুলসী গ্যাবার্ড 

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত, জাপান ও থাইল্যান্ড সফরে আসছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। 

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্সে এই সফরের কথা জানিয়ে তুলসি লিখেছেন, খুব শিগগিরই জাপান, থাইল্যান্ড এবং ভারত সফরে যাব এবং ফেরার পথে ফ্রান্সে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করব।

তুসসি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি, স্বাধীনতা এবং সমৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী সম্পর্ক, বোঝাপড়া এবং যোগাযোগের উন্মুক্ত পথ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুলসির সফরে ভারতের গোয়েন্দারা বাংলাদেশ ও পাকিস্তানের বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন। ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সম্প্রতি তার আলোচনাতেও এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল।

Scroll to Top