Last Updated:
East Bardhaman News: সবজি রাজ্যের বিভিন্ন জায়গার যাওয়ার পাশাপাশি ভিন রাজ্যেও পাড়ি দেয়। আর এবার সেই সবজি চাষ করছেন মহিলারাও।

মহিলাদের সবজি চাষ
পূর্ব বর্ধমান: কথায় আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। বর্তমানে মহিলারাও পুরুষদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই। বিভিন্ন সময়ে নানা জায়গা থেকে মহিলাদের একাধিক প্রতিভার খবর সামনে উঠে আসে। সেরমকই আবারও এক অন্যরকম ভূমিকায় দেখা গেল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী সাধারণত জেলার সবজি ভান্ডার নামে পরিচিত। পূর্বস্থলী ব্লকের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। সেইসব সবজি রাজ্যের বিভিন্ন জায়গার যাওয়ার পাশাপাশি ভিন রাজ্যেও পাড়ি দেয়। আর এবার সেই সবজি চাষে উদ্যোগী হয়েছেন মহিলারাও।
শুধু সবজি দিয়ে রান্না করেন না তারা। সরকারি সাহায্য নিয়ে সবজি চাষও করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পূর্বস্থলী ২ ব্লকের লোহাচুর এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সরকারি সাহায্য নিয়ে সবজি চাষ করছেন। এই প্রসঙ্গে প্রীতিলতা মহিলা স্বনির্ভর দলের সদস্য ফুলতুলি মাহাতো বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই চাষ করছি, চাষের জন্য লোন নিয়েছি। চাষ করে আমরা উপকৃত হতে পারি, তবে দাম ঠিক থাকলে ভালো হয়। কারণ সবসময় ভাল দাম পাওয়া যায়না।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বর্তমানে ঝিঙে, পটল, উচ্ছে সহ আরও বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তবে তারা জানিয়েছেন , মরশুমে যে ধরনের সবজি হয় সেই সমস্ত সবজি তারা চাষ করেন। এই সবজি চাষ করে মহিলারা লাভবান হচ্ছেন বলেও জানিয়েছেন। তাদের কথায়, জমিতে লেবার না লাগিয়ে তারা নিজেরাই সব কাজ করার চেষ্টা করেন, এতে লাভ বেশ ভাল হয়। জমি থেকে উৎপাদিত সবজি তারা পাইকারি বাজারে বিক্রি করেন। বাজার থেকে সেই সবজি আবার ছড়িয়ে পরে বিভিন্ন বাজারে।
বাড়ির যাবতীয় কাজ সামলানোর পরেও এই সবজি চাষের সঙ্গে যুক্ত থাকেন মহিলারা। গাছে জল দেওয়া থেকে শুরু করে ফসল তোলা সবটাই করেন তারা। সকরারি সাহায্য নিয়ে সবজি চাষের এই উদ্যোগ সত্যিই অভিনব। নারীদের এই আত্মনির্ভরশীলতার পথচলা নিঃসন্দেহে অন্যদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বড় আকারে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা।
বনোয়ারীলাল চৌধুরী
Kolkata,West Bengal
March 09, 2025 6:29 AM IST
Spring Festival: মূল উপকরণ শালগাছের নতুন ফুল! রাঙা ফাল্গুনে আদিবাসীদের প্রকৃতির উপাসনা পুরুলিয়ায়