বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলা ও হত্যা মামলায় কুমিল্লার দেবীদ্বারে তানিয়া আক্তার ওরফে বিথি নামের এক যুব মহিলা লীগের নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তানিয়া দুটি হত্যাসহ চারটি মামলার এজাহারভুক্ত আসামি।
আজ শনিবার দুপুরে দেবীদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকা থেকে তানিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য। তানিয়া ছোট আলমপুর এলাকার মোখলেছুর রহমানের মেয়ে। সন্ধ্যায় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।