শেখ পরিবারের কেউ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে , তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব: বরকতউল্লা বুলু

শেখ পরিবারের কেউ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে , তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব: বরকতউল্লা বুলু

জুমবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে, তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয়, তাও তার বিচার শেষ হবে না। নিরীহ মানুষকে হত্যা ও গুমে জড়িত শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে।

শেখ পরিবারের কেউ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে , তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব: বরকতউল্লা বুলু

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বরকতউল্লা বুলু বলেন, শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন। তার মেয়ে শেখ হাসিনাও একইভাবে বাঙালি জাতির সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। এ দেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচার হত্যা করেছে, এ দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গুম করেছে।

তিনি আরও বলেন, একাত্তরে শেখ মুজিব পাকিস্তানিদের কাছে জামাই আদরে আত্মসমর্পণ করে আত্মগোপন করেছিলেন। তখন এই বাঙালি জাতিকে দিক-নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। ২৬ মার্চ চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সেনাবাহিনীর সব সদস্যকে বলেছিলেন, আমরা আজ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আর এই ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতাযুদ্ধ শুরু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্স গঠন করে দীর্ঘ ৯ মাস যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন।

জিয়াউর রহমানকে বাদ দিয়ে শেখ পরিবার মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে অভিযোগ করে বরকতউল্লা আরও বলেন, আওয়ামী লীগকে এখন আর কেউ বিশ্বাস করেন না। একাত্তরে শেখ পরিবারের কেউ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, এমন প্রমাণ যদি কেউ দিতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।

উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।

সফল পেশাজীবী হতে চাইলে অনুসরণ করুন এই ১০ অভ্যাস

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আতিকুল আলমকে সভাপতি ও মো. কাজী আশরাদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট চান্দিনা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্যসচিব মো. আলমগীর খানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট চান্দিনা পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

Scroll to Top