Last Updated:
HS Exam Suggestion: খুব কঠিন শব্দ ব্যবহার করলেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই সহজ-সরল ভাষায় ছোট করে উত্তর লিখতে হবে। ছাত্র-ছাত্রীরা যেটা খাতায় লিখছেন এবং মাথায় যেটা ভাবছেন তার মধ্যে যেন কোন পার্থক্য না থাকে।

উচ্চ মাধ্যমিকের ইংরেজি সাজেশন
উত্তর ২৪ পরগনা: উচ্চ মাধ্যমিকে ইংরেজিকে ভয় নয়! সহজে নম্বর ও উপায় জানুন।উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষা ছাত্র-ছাত্রীদের এক প্রকার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই ছাত্র-ছাত্রীদের জীবনের অন্যতম বড় কোন পরীক্ষার সম্মুখীন হবে তারা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে ইংরেজি পরীক্ষার নাম শুনলেই অনেক পড়ুয়ার মনের ভিতর ভয়ের সঞ্চার হয়। আসন্ন উচ্চ মাধ্যমিক ২০২৫ তার ব্যাতিক্রম নয়। কী ভাবে দূর করবেন ইংরেজি বিষয়ের প্রতি ভয় এবং খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর পাবেন সে বিষয়ে পরামর্শ দিলেন বসিরহাটের বেলের ধন্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা স্বস্তিকা খাঁড়া।
শিক্ষিকা জানান, ইংরেজিকে ভয় পাওয়ার কিছুই নেই কারণ মাধ্যমিক পরীক্ষা জীবনের একটি বড় পরীক্ষা হলেও জীবন যুদ্ধ আরও বড় পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে সাধারণ কিছু মেনে চললেই খুব সহজে নম্বার উঠে যায়। পাশাপাশি ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে সময়ও লাগে কম।
পাশাপাশি শিক্ষিকার উপদেশ, মাধ্যমিকে ইংরেজি পরীক্ষায় সিন, আনসিন প্যাসেজ, গ্রামার, রাইটিং স্কিল বিভাগ থাকে। সিন পাঠ্যপুস্তকের বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্ন আসে। পরীক্ষার আগে অন্তত সিন ভালভাবে প্রস্তুত করে রাখা জরুরি। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ইংরেজি পাঠ্যপুস্তক বইটি যদি ছাত্রছাত্রীরা খুব ভালভাবে খুঁটিয়ে পড়েন এবং তার মধ্যে থাকা প্রত্যেকটি অনুশীলন ভাল করে প্র্যাকটিস করে তাহলে একেবারেই জলভাত হয়ে যাবে ইংরেজি পরীক্ষা। খুবই সাধারণ এবং চলতি ভাষায় ইংরেজি পরীক্ষা দিতে হবে। খুব কঠিন শব্দ ব্যবহার করলেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই সহজ-সরল ভাষায় ছোট করে উত্তর লিখতে হবে।
পাশাপাশি তিনি আরও বলেন, “ছাত্র-ছাত্রীরা যেটা খাতায় লিখছেন এবং মাথায় যেটা ভাবছেন তার মধ্যে যেন কোন পার্থক্য না থাকে। প্রশ্নপত্র হাতের পাওয়ার পর বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে প্রশ্ন-উত্তর লেখা ভাল। প্রথমে প্রশ্নপত্র পাওয়ার পর নাম এবং রোল নম্বর ভালোভাবে লিখে নিতে হবে। একইভাবে পরীক্ষায় প্রতিটি বিভাগে নম্বর বিভাজনের স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং সেই অনুযায়ী সময় ভাগ করে নিয়ে প্রশ্নপত্রটি ভাল ভাবে পড়ে লেখা শুরু করতে হবে। সহজ সরল ভাষায় উত্তর লিখতে হবে। কঠিন শব্দ ব্যবহার করলে ভুলের পরিমাণ বাড়তে পারে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 28, 2025 10:58 PM IST
HS Exam Suggestion: উচ্চ মাধ্যমিকে ইংরেজিকে ভয় নয়! কয়েকটি টিপস মানলেই উঠবে নম্বর, জেনে নিন শেষ মুহূর্তের সাজেশন
Viral: উপর দিয়ে চলে গেল ট্রেন! লোকো পাইলট ও রেলকর্মীদের চেষ্টায় বাঁচল প্রাণ, চমকে দেওয়া ঘটনা