Voter List: মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি হল! গঙ্গারামপুরে গুজরাতের ভোটার, একই এপিক নম্বর! যা ঘটল, চমকে উঠবেন

Voter List: মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি হল! গঙ্গারামপুরে গুজরাতের ভোটার, একই এপিক নম্বর! যা ঘটল, চমকে উঠবেন

Last Updated:

Voter List: তসলিমের দাবি, তাঁর একই এপিক নম্বরে গুজরাতের জিগনেস মাকভানা নামের এক ভোটার রয়েছেন বলে জানতে পেরেছেন তিনি।

ফাইল ছবিVoter List: মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি হল! গঙ্গারামপুরে গুজরাতের ভোটার, একই এপিক নম্বর! যা ঘটল, চমকে উঠবেন
ফাইল ছবি

লিপেশ লালা, সুজন সূত্রধর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল! এ রাজ্যের ভোটারের একই এপিক নম্বরে রয়েছে গুজরাতের ভোটদাতাও। একই ভোটার নম্বর। অথচ দুই রাজ্যের দুই ব্যক্তির নাম।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের গঙ্গারামপুর বিধানসভার রতনপুর জুনিয়র বেসিক স্কুলের ১২ নম্বর বুথের ভোটার তসলিম মিঁয়া। যার ভোটার এপিক নম্বর- LPZ2746790। তসলিম পেশায় সরকারি কর্মচারী। মালদহে কর্মরত।

আরও পড়ুন: ‘শুভেন্দু অধিকারীকে আমি চিহ্নিত করেছিলাম’, নেতাজি ইন্ডোরে বিস্ফোরক অভিষেক! দিয়ে দিলেন ‘টার্গেট’

তসলিমের দাবি, তাঁর একই এপিক নম্বরে গুজরাতের জিগনেস মাকভানা নামের এক ভোটার রয়েছেন বলে জানতে পেরেছেন তিনি। এরপর থেকেই উদ্বেগে সরকারি কর্মী তসলিম। কীভাবে এমন মারাত্মক ভুল হল, তদন্ত দাবি করেছেন তিনি। তাঁর বুথে আরও কয়েকজন ভোটারের ক্ষেত্রেও একই রকম সমস্যা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় ফের একবার বাংলার ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বার্তা, ‘ভোটার লিস্ট ক্লিন করতে হবে। একটা এজেন্সি দিয়ে অনলাইনে করানো হয়েছে। ওরা একটা বাংলায় এজেন্সি পাঠিয়েছে। এদের অনেক লোক এসেছে। এরা অনলাইনে কারসাজি করছে। ফিল্ড সমীক্ষা করেনি। একই এপিক কার্ডে বাংলায় অন্য রাজ্যের নাম তুলেছে। যাতে বাংলার কেউ ভোট না দিতে পারেন। মুর্শিদাবাদের রানিনগরের সঙ্গে হরিয়ানা মিলিয়ে দিয়েছে। ( ডেটা বলছে)’

ভোটার লিস্ট হাতে নিয়ে মমতার বিরাট অভিযোগ, ‘একই এপিক নম্বরে বাংলার ভোটারদের যাঁর নাম আছে, সেখানে হরিয়ানা, পঞ্জাব থেকে সব নাম ঢুকিয়েছে। এবার ভাবুন কারা ভোট দেবে? এই লিস্টটা দেখছেন সব হরিয়ানার। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাত, গঙ্গারামপুর থেকে ঢুকিয়েছে। অনলাইন, ভোটার লিস্ট দিল্লি থেকে করছে। ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই ভাবে দিল্লিতে, মহারাষ্ট্রতে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। আমরা পেরেছি। চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। এর পরের কাজটা আপনাদের। বাংলার মানুষকে বলব, আপনি দেখে নিন ভোটার লিস্টটা। না হলে NRC করে সরিয়ে দেবে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন।’

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Voter List: মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি হল! গঙ্গারামপুরে গুজরাতের ভোটার, একই এপিক নম্বর! যা ঘটল, চমকে উঠবেন

Next Article

HS Exam 2025: সঠিক পরিকল্পনাতেই আসবে উচ্চমাধ্যমিকের ইতিহাসে ছাঁকা নম্বর! জানুন শিক্ষকের পরামর্শ

Scroll to Top