খনিজ সম্পদ না দিলে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট বন্ধের হুমকি আমেরিকার – DesheBideshe

খনিজ সম্পদ না দিলে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট বন্ধের হুমকি আমেরিকার – DesheBideshe

খনিজ সম্পদ না দিলে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট বন্ধের হুমকি আমেরিকার – DesheBideshe

ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি – ইউক্রেনকে স্টারলিংক সেবা বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টারলিংক, ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম, ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সেবা দিয়ে ইউক্রেন তাদের যোগাযোগ ব্যবস্থা পুনর্স্থাপন করতে পেরেছে এবং সামরিক কার্যক্রম চালাতে সহায়তা পাচ্ছে। বিশেষ করে ড্রোন পরিচালনার ক্ষেত্রে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, স্টারলিংক ছাড়া ইউক্রেন তার সামরিক কৌশল হারাতে পারে এবং এর ফলে যুদ্ধের গতি পরিবর্তন হতে পারে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি করতে চাপ দিচ্ছে। ওয়াশিংটন ইউক্রেন থেকে ৫০ হাজার কোটি ডলারের সমমূল্যের খনিজ সম্পদ দাবি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তবে জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি নিয়ে কাজ চলছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনকে সতর্ক করে বলেছেন, যদি তারা এ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে স্টারলিংক সেবা বন্ধ হতে পারে।

স্টারলিংক ইউক্রেনের জন্য এখন একটি অপরিহার্য সেবা। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর ইলন মাস্ক দ্রুত ইউক্রেনকে হাজার হাজার টার্মিনাল সরবরাহ করেন, যা তাদের যোগাযোগ ও সামরিক কার্যক্রম চালাতে সাহায্য করে। কিন্তু পরবর্তীতে মাস্ক কিয়েভের যুদ্ধ পরিচালনা নিয়ে কিছু সমালোচনা করেন এবং সিস্টেমে ইউক্রেনের প্রবেশাধিকার কিছুটা সঙ্কুচিত করেছিলেন।

এখন, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি করতে চাপ দিচ্ছেন। অন্যথায় স্টারলিংক সেবা বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫



Scroll to Top