মহানবী (সা.)-এর শুভাগমন

মহানবী (সা.)-এর শুভাগমন

পৃথিবীর সৃষ্টিকর্তা আরবে এমন এক ব্যক্তির জন্ম দেন, যিনি মানবজাতিকে শুধু ধ্বংসের কবল থেকে উদ্ধার করেননি, তাঁকে এমন সুউচ্চ মহিমায় উন্নীত করেছেন, যা ইতিহাসবিদদের জ্ঞান এবং কবিদের কল্পনারও অতীত। তাঁর কীর্তি ও কৃতিত্ব উপস্থাপন করার মতো অকাট্য ঐতিহাসিক প্রমাণ আজ যদি না থাকত, তাহলে বিশ্বাস করাই কঠিন হতো। তাই তিনি শুধু সমগ্র বিশ্বের জন্য রাসুল ছিলেন না, ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত

Scroll to Top