স্বপ্ন পূরণের আরও একধাপ এগিয়ে গেল পুরুলিয়ার এই ভূমিকন্যা

স্বপ্ন পূরণের আরও একধাপ এগিয়ে গেল পুরুলিয়ার এই ভূমিকন্যা

Last Updated:

বিদেশের মাটিতে দাঁড়িয়ে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করলো , পুরুলিয়ার বাসন্তী মাহাতো!

বাসন্তী মাহাতোস্বপ্ন পূরণের আরও একধাপ এগিয়ে গেল পুরুলিয়ার এই ভূমিকন্যা
বাসন্তী মাহাতো

পুরুলিয়া : স্বপ্ন পূরণের আরও এক ধাপ এগিয়ে গেল বাসন্তী। গোটা থাইল্যান্ডের ব্যাংকক দেখল মাড় ভাতের দম। ২০২৫ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে ভারতের হয়ে মহিলাদের রিকভার ইভেন্টে সোনার পদক জিতেছে পুরুলিয়ার ভূমিকন্যা বাসন্তী মাহাতো।

চাইনিজ তাইপের ফং ইউ ঝু-র থেকে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৬-৪ ব্যবধানে তাকে হারিয়ে সোনার পদক জিতে গোটা জেলাকে গর্বিত করেছে বাসন্তী। শেষ পর্যন্ত এশিয়া কাপে তার সোনা জয়।

আরও পড়ুন- ভারতের সামনে দুরমুশ হলেও, প্রচুর সম্পত্তির মালিক পাক ক্রিকেটাররা! পরিমাণ শুনলে চমকে যাবেন!

পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের দরিদ্র চাষি পরিবারে জন্ম। অভাব অনটনের মধ্যেই তার বড় হয়ে ওঠা। মা-বাবা ভাই নিয়ে তার সংসার। অভাব অনটন তার নিত্যদিনের সঙ্গী। ‌তাই ছোট থেকে খেলাধুলোর প্রতি আগ্রহ থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নেওয়া তার কাছে ছিল বিলাসিতা। কিন্তু, জীবনের মোড় ঘুরে গিয়েছিল ২০১৮ সালে।

১৩-বছর বয়সে অষ্টম শ্রেণীতে পড়াকালীন গ্রামের এক সিভিক ভলেন্টিয়ার এর কাছে এসে জানতে পেরেছিল বরাবাজার থানায় তিরন্দাজির প্রশিক্ষণ দেওয়া হবে। সেই বছরই জেলা পুলিশের উদ্যোগে বরাবাজার থানার পরিচালনায় ‘লক্ষ্য’ নামের তীরন্দাজি অ্যাকাডেমি খোলা হয়। স্থানীয় যুবক-যুবতীরা বিনা খরচে পেতে থাকে তীরন্দাজি প্রশিক্ষণ। ভর্তি হয় বাসন্তীও।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন শামি, যা নিজেই আর কোনও দিন চাইবেন না

প্রতিদিন পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে প্রশিক্ষণ শিবিরে পৌঁছে যেত সে। নিজের প্রচেষ্টায় একের পর এক লক্ষ্যভেদ। জেলা, রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় তার ঝুলিতে আসতে থাকে পদক। তার দিকে নজরে পড়ে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার। ২০১৯ সালে সাই-এর সল্টলেক ক্যাম্পাসে প্রশিক্ষণের সুযোগ পায় বাসন্তী। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। প্রশিক্ষণ চলাকালীন রাজ্য ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করে বহু পদক এসেছে পুরুলিয়ার মেয়েটির ঝুলিতে।

গত বছর ১৮-টি দেশের খেলোয়াড়দের নিয়ে দক্ষিণ কোরিয়ায় এশিয়া কাপ প্রতিযোগিতা হয়। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে দলগতভাবে তীরন্দাজিতে ব্রোঞ্জ পদক জেতে বাসন্তী। ওই বছরই চিনে আয়োজিত এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দু’টি রুপোর পদকও জয় করে সে।

এবার এশিয়া কাপে স্বর্ণপদক গর্বিত করল সারা পুরুলিয়াকে। শনিবার ভারতীয় আর্চাররা ২০২৫ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে মোট আটটি পদক জেতেন। তার মধ্যে পাঁচটি সোনা, দুটি রূপা এবং একটি ব্রোঞ্জ জিতেছেন প্রপ্রতিযোগীরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Next Article

Basant Utsav: বসন্ত উত্‍সব-শান্তিনিকেতন…কবিগুরুর কীভাবে জড়িয়ে এই উত্‍সব? ফিরে দেখা ইতিহাসকে

Scroll to Top