পাটের ব্যাগের ব্যাপক প্রচলন নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত – DesheBideshe

পাটের ব্যাগের ব্যাপক প্রচলন নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত – DesheBideshe

পাটের ব্যাগের ব্যাপক প্রচলন নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত – DesheBideshe

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – পরিবেশবান্ধব পাটজাত পণ্য, বিশেষ করে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ও ব্যাগের ব্যাপক প্রচলনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনসহ (বিজেএমএ) সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার অফিস কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এই ওয়ার্কিং গ্রুপ দেশের বাস্তব অবস্থা পর্যালোচনা করে কোন কোন পণ্য ও দ্রব্যে পর্যায়ক্রমে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা যায় সে বিষয়ে সরকারের কাছে মতামত উপস্থাপন করবে।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, পাটের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব পাটজাত পণ্য, বিশেষ করে পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাট মন্ত্রণালয়। এই কাজে তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসীসহ বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫



Scroll to Top