৩০০ কোটি ছাড়িয়ে গেল আলোচিত সিনেমা ‘ছাবা’ | চ্যানেল আই অনলাইন

৩০০ কোটি ছাড়িয়ে গেল আলোচিত সিনেমা ‘ছাবা’ | চ্যানেল আই অনলাইন

গেল ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমা নির্মাণে খুব বড় অঙ্কের অর্থ ব্যয় হয়নি। তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সাড়া ফেলে এটি। সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে।

গত সাতদিনে ছবিটির আয়ের গ্রাফ ওঠানামা করলেও জয়রথ চলমান। এ পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি? স্যাকনিল্কের তথ্য অনুসারে, গত নয় দিনে ‘ছাবা’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ২৯০.৭৫ (গ্রস) কোটি রুপি। বিদেশে আয় করেছে ৪৮ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৩৮.৭৫ কোটি রুপি।

ট্রেড অ্যানালিস্টরা বলছেন, ‘ছাবা’ যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে- ২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল ছবির তকমা নিয়েই বছর পার করবে এটি।

‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ! অন্যদিকে সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

এছাড়াও অভিনয় করেছেন আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।

Scroll to Top