যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নতুন মৌসুমে প্রথম ম্যাচে হেরে যাত্রা শুরু করতে চলেছিল ইন্টার মিয়ামি। নিউইর্য়ক সিটির বিপক্ষে ৯০ মিনিট শেষে হারের স্কোরলাইনে ছিল ১০ জনের মিয়ামি। শেষ মিনিটে সতীর্থকে দিয়ে গোল কারান লিওনেল মেসি। ড্রয়ে এক পয়েন্ট নিয়ে মৌসুম শুরু করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।
চেজ স্টেডিয়ামে রোববার সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। নাটকীয় ম্যাচে ড্রয়ের পর মেসিকে নিয়ে মাশ্চেরানো বলেছেন, ‘সে একদম বাচ্চার মতো খেলছে, কারণ সে হারতে চায় না। তার এই চেতনাকে আমাদের যথাযথ সম্মান দিতে হবে এবং ধরে রাখতে হবে। মাঠে তিনি যা করেন সেগুলো সতীর্থদের সঙ্গেও ভাগ করেন, দলকে সবসময় উদ্দীপনা দেন এবং এই কাজ ৩৭ বছর ধরে করছে।’
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মিয়ামি। ডানপ্রান্ত থেকে মেসির দারুণ এক অ্যাসিস্টে পঞ্চম মিনিটে গোল করেন টমাস আভিলেস। সেই আভিলেসই ১৮ মিনিট পর লাল কার্ড দেখে বিপদে ফেলে দেন দলকে। মিয়ামি ১০ জনের দল হয়ে যাওয়ার তিন মিনিট পর সমতা ফেরায় নিউইয়র্ক। মিতিয়া ইলেনিচের গোলে ১-১ করা দলটি এগিয়ে যায় ৫৫ মিনিটে। এবারের গোলদাতা আলোনসো মার্টিনেজ।
নিউইয়র্ক সিটি এগিয়ে থেকে ম্যাচ যখন প্রায় শেষ করে ফেলছিল, তখন আবারও মেসি-ঝলক। মাঝ মাঠের একটু উপরে সেগোভিয়ার থেকে বল পাওয়া মেসি অনেকখানি দৌড়ে সামনে এগিয়ে গিয়ে পাস দেন বক্সে ঢুকে পড়া সেগোভিয়াকেই। ভেনেজুয়েলা মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার উপর দিয়ে দারুণ এক শটে মিয়ামিকে সমতায় ফেরান। তাতে কোচ হিসেবে এমএলএস অভিষেকে প্রথম ম্যাচে অন্তত একটি পয়েন্ট তুলতে পারেন আর্জেন্টাইন মাশ্চেরানো।