Siliguri Road Closed: আজ সারাদিন শিলিগুড়ির একাধিক রাস্তা বন্ধ, কোন পথে চলাচল না জানলে বিপদে পড়বেন

Siliguri Road Closed: আজ সারাদিন শিলিগুড়ির একাধিক রাস্তা বন্ধ, কোন পথে চলাচল না জানলে বিপদে পড়বেন

Last Updated:

শিলিগুড়িতে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল, যার জেরে শিলিগুড়িতে বন্ধ থাকবে কয়েকটি মূল রাস্তা, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে দেওয়া হলো অল্টারনেটিভ রুট! জানুন বিস্তারিত

শিলিগুড়ি Siliguri Road Closed: আজ সারাদিন শিলিগুড়ির একাধিক রাস্তা বন্ধ, কোন পথে চলাচল না জানলে বিপদে পড়বেন
শিলিগুড়ি 

শিলিগুড়ি: শিলিগুড়ির রাস্তা জুড়ে জমজমাট আয়োজন। এই প্রথম শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি তেরাই হিমালয়ান ফেস্টিভাল। রবিবার শহরের রাজপথ জুড়ে এই অনুষ্ঠান আয়োজিত হবে।এই প্রথম দার্জিলিং জেলা প্রশাসন,শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে এই ফেস্টিভেল অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে এই ফেস্টিভ্যালের বিষয়ে জানিয়েছেন জেলা প্রশাসন।পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হোডিং,ফেস্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা শহর। চলছে জোর কদমে প্রচার ও প্রস্তুতি। আর এই ফেস্টিভাল নিয়েই শুক্রবার রুট ম্যাপ ঘোষণা করে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

ডিসিপি ট্রাফিক বিশ্ব চাঁদ ঠাকুর এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আগামী রবিবার অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারির তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল চলাকালীন শহরের কোন কোন রাস্তা খোলা থাকবে এবং কোন কোন রাস্তা বন্ধ থাকবে তা জানিয়ে দেন।মূলত জানা যায় এই অনুষ্ঠান বেলা বারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে শিলিগুড়ির সেবক মোড় থেকে এয়ার ভিউ মোর পর্যন্ত। যেহেতু এই সড়কটি শিলিগুড়ির অন্যতম এক ব্যস্ততম রাস্তা,সে কারণে ট্রাফিক ব্যবস্থায় থাকছে বাড়তি নজর। তাই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হয় যে রবিবার শিলিগুড়িতে সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

তবে জরুরি কালিন কিছু রাস্তা খোলা থাকবে যা সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানান ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর। হিলকা রোডের পরিবর্তে শহরের ভেতরে প্রবেশের জন্য ব্যবহার করতে পারবেন চার্জরোড এবং নবীন সেন রোড। অন্যদিকে ভেনাস মোড় থেকে এয়ারভিউ আসতে হলে সেবক মোড় থেকে ডানদিকে বাঁক নিয়ে চার্চ রোড এবং নবীনশীন রোড হয়েই এয়ারভিউ আসতে হবে। এছাড়াও সমস্ত রকমের মালবাহী গাড়িগুলি শিবমন্দির ফাঁসিদেওয়া মোড় আন্ডার পাস হয়ে নৌকাঘাট দিয়ে শিলিগুড়িতে প্রবেশ করবে।

আরও পড়ুনBus Accident: ভয়াবহ দুর্ঘটনা! মিনাখাঁয় দোকানে ঢুকল বিয়েবাড়ির বাস! পিষে মৃত ৪, আহত অন্তত ৩০, রক্তবন্যা এলাকায়

এছাড়াও শিলিগুড়ি থেকে কলকাতাগামী সমস্ত ধরনের ভলভো বাসগুলি চেকপোস্ট থেকে স্ট্যান্ড বাইপাস হয়ে ফুলবাড়ী হয়ে ঘুরপথে নৌকাঘাট হয়ে চলাচল করবে। পাশাপাশি হেলকা রোড দিয়ে চলাচলকারী বড় যানবাহন গুলি সমস্তটাই বর্ধমান রোড হয়ে চলাচল করবে।নিরাপত্তা থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা সবমিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। যানজট মোকাবিলায় মোতায়ন করা হচ্ছে বাড়তি ট্রাফিক কর্মী এছাড়াও থাকবে অতিরিক্ত পুলিশ ফোর্স।

সুজয় ঘোষ

Next Article

Siliguri News: বাউল সুরের সঙ্গে পিঠেপুলি উৎসব! ডিজিটাল যুগে বাংলার ঐতিহ্য ফেরাতে অভিনব উদ্যোগ

Scroll to Top