West Medinipur News: পুকুর থেকে উঠে আসা ভাস্কর্যের খাঁজে কথা বলে সুদীর্ঘ বছরের ইতিহাস

West Medinipur News: পুকুর থেকে উঠে আসা ভাস্কর্যের খাঁজে কথা বলে সুদীর্ঘ বছরের ইতিহাস

Last Updated:

West Medinipur News:এই পাথর এককালের ইতিহাসের সাক্ষী। দেবতার জন্মের ন্যায় এই পাথরকে ঘিরে আধ্যাত্মিকতার জন্ম নিলেও পাথরের প্রতিটি খাঁজে লেগে রয়েছে সুদীর্ঘ বছরের ইতিহাস, যা গবেষকদের গবেষণার অন্যতম রসদ।

X

West Medinipur News: পুকুর থেকে উঠে আসা ভাস্কর্যের খাঁজে কথা বলে সুদীর্ঘ বছরের ইতিহাস

পাথরের মূর্তি

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: গাছের তলায় অযত্নে পড়ে থাকা এক একটি পাথর শুধু পাথরই নয়, বহমান চরম অতীতের সাক্ষ্য যা প্রকাশ করে এককালের ইতিহাসকে। স্থানীয় পুকুর থেকে পাওয়া বিশাল মূর্তিসম পাথরকে দেবতাজ্ঞানে পুজো করলেও সামান্য এই পাথর ইতিহাস গবেষকদের কাছে এক অন্যতম রসদ। যা বেশ কয়েকশ বছরের ইতিহাসের সাক্ষী। বাংলা ওড়িশা সীমানার একাধিক জায়গায় অযত্নে পড়ে রয়েছে একাধিক ভগ্নপ্রায় মূর্তি ও পাথর। মনে করা হয়, এই পাথরের গায়ে লেগে রয়েছে সুদীর্ঘ বছরের ইতিহাস এবং এক অত্যাচারের কাহিনী। প্রমাণ করে পাঠান সেনাপতির হাতে ক্ষতবিক্ষত নানা দিনের কথা।

পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা বাংলার প্রত্যন্ত এক জনপদ দাঁতন। এই দাঁতনের অলিতে গলিতে রয়েছে নানা ইতিহাস। তৎকালীন ওড়িশা রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত থাকলেও পরে তা বাংলার একটি গ্রাম হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সীমানা বাংলার এই ছোট্ট জনপদ নানা ইতিহাসের সাক্ষী। মোঘল-পাঠানের যুদ্ধ হয়েছিল পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক এই এলাকায়। যা ইতিহাসের প্রমাণ বয়ে চলেছে।

আরও পড়ুন : সকালের চায়ে ১ চিমটে করে ২ মশলা! ধুয়েমুছে সাফ লিভারের রোগ! গ্যাস অম্বল চোঁয়া ঢেকুরের অস্বস্তি কাটিয়ে পরিষ্কার পেট

বেশ প্রাচীন তেঁতুল গাছের নীচে রয়েছে একটি পাথর। স্থানীয়দের মতে, পার্শ্ববর্তী পুকুর থেকেই বেশ কয়েক বছর আগে খননের সময় পাওয়া যায় এই মূর্তি। দাঁতনের একতারপুর এলাকায় রয়েছে এই প্রাচীন পাথর। সামনেই শিবের মন্দির। স্বাভাবিকভাবে পুকুর থেকে উঠে আসা এই পাথরকে ধীরে ধীরে আরাধ্য দেবতা হিসেবেই পুজো করেন এলাকার মানুষ।

ইতিহাস গবেষকেরা মনে করেন, সামগ্রিকভাবে এই পাথর এককালের ইতিহাসের সাক্ষী। পাথরের প্রতিটি খাঁজে লেগে রয়েছে সুদীর্ঘ বছরের ইতিহাস, যা গবেষকদের গবেষণার অন্যতম রসদ।

Next Article

Son Returns Home After 2 Years: ঘরের ছেলে হারিয়ে গিয়েছিল, ২ বছর খোঁজ নেই, তারপর মগরাহাটের পুলিশ খুঁজে পেয়ে ফিরিয়ে দিল…

Scroll to Top