চ্যাম্পিয়ন্স ট্রফি: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে নতুন বিতর্ক | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স ট্রফি: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে নতুন বিতর্ক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তান যেতে ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে হচ্ছে আসর। বাংলাদেশ-ভারত ম্যাচে সরাসরি সম্প্রচারিত ফিডে চ্যাম্পিয়ন্স ট্রফির লগোতে আয়োজক পাকিস্তানের নাম ছিল না। তা নিয়েও জল গড়িয়েছে বহুদূর। এবার লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগেই সৃষ্টি হয়েছে নতুন বিতর্কের।

আসরের চতুর্থ দিন শনিবার ‘বি’ গ্রুপের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভুলে বেজে উঠে ভারতের জাতীয় সংগীত। তাতে সৃষ্টি হয় বিব্রতকর পরিস্থিতির।

ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতের সময় স্পিকারে হঠাৎ করে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠে। অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যে ভারতের জাতীয় সংগীত বন্ধ করে ইংল্যান্ডের সংগীত বাজানো হয়। তবে এমন কাণ্ডে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিবৃতিকর পরিস্থিতির পর ঠিকঠাকভাবেই মাঠে গড়িয়েছে লড়াই। টসে হেরে আগে ব্যাটে নেমেছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৪ উইকেটে ২২৪ রান সংগ্রহ করেছে তারা। সেঞ্চুরি করা বেন ডাকেট ১১১ রানে ক্রিজে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ২ বলে ২ রান করা জস বাটলার।

Scroll to Top