অভিষেকে প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হারল আফগানিস্তান | চ্যানেল আই অনলাইন

অভিষেকে প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হারল আফগানিস্তান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে অভিষেক ভালো হল না আফগানিস্তানের। রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে আফগানদের সামনে তিন শতাধিক রানের চ্যালেঞ্জ দিয়েছিল সাউথ আফ্রিকা। আফগানরা তার ধারেকাছেও যেতে পারেনি, হেরেছে ১০৭ রানে।

করাচিতে টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৪৩.৩ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

রানতাড়ায় আফগান ব্যাটারদের মধ্যে একমাত্র রহমত শাহ’ই নামের সাথে উল্লেখ করার মতো রান যোগ করতে পেরেছেন। একাই টেনে নিয়েছেন দলকে। ৯টি চার ও ১টি ছক্কায় ৯১ বলে ৯০ রানের ইনিংস খেলেছেন। বাকিদের কেউই ১৮ রানের বেশি করতে পারেননি। রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই ১৮ রান করে করেন। ইব্রাহিম জাদরান ১৭ এবং সেদিকউল্লাহ অটল ১৬ রান করেন।

প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট লুনগি এনগিদি ও উইয়ান মুল্ডার নেন। কেশভ মহারাজ ও মার্কো জানসেন নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে রায়ান রিকেলটন ক্যারিয়ারের সপ্তম ওয়ানডেতে করাচিতে নামের সাথে প্রথম শতক লেখান। প্রোটিয়া ওপেনার সাতটি চার ও এক ছক্কায় ১০৬ বলে ১০৩ রান করেন। ফিফটি পেয়েছেন আরও তিন জন। অধিনায়ক টেম্বা বাভুমা ৭৬ বলে ৫৮, রসি ফন ডার ‍ডুসেন ৪৬ বলে ৫২ এবং এইডেন মার্করাম ৩৬ বলে ৫২ রান করেন।

বাকিদের মধ্যে ডেভিড মিলার ১৮ বলে ১৪ রান এবং টনি ডি জর্জি ১১ বলে ১১ রান করেন। উইয়ান মুল্ডার ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

আফগানদের মধ্যে মোহাম্মদ নবী দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নুর আহমেদ।

Scroll to Top