গত ২৪ ঘণ্টায় সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৪৬১ জনসহ মোট এক হাজার ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১৮৯ জনকে।
অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় বিদেশী পিস্তল একটি, গুলি ৬ রাউন্ড, দেশীয় তৈরি দো-নলা বন্দুক (এলজি) দুটি, দেশীয় তৈরি শুটার গান একটি ও সামুরাই একটি করা হয়েছে।