ভারতের বিপক্ষে পরাজয়ের কারণ জানালেন শান্ত | চ্যানেল আই অনলাইন

ভারতের বিপক্ষে পরাজয়ের কারণ জানালেন শান্ত | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শুরুতেই। পরে তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ও জাকের আলি অনিকের দৃঢ়তায় ২২৮ রানের লক্ষ্য গড়েছিল টিম টাইগার্স। সংগ্রহটা বড় না হলেও লড়েছিল বাংলাদেশ। তবে রানআউটের সুযোগ হাতছাড়া ও ক্যাচ মিসের কারণে ফলাফল বাংলাদেশের পক্ষে আসেনি। ভারতের কাছে হেরে গেছে ৬ উইকেটে। পরাজয়ের কারণ হিসেবে শুরুর দিকে ব্যাটিং ব্যর্থতা এবং ফিল্ডিংয়ের সময় করা কিছু ভুলকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে প্রথমেই ব্যাটিং ব্যর্থতাকে দায় দেন শান্ত। বলেছেন, ‘স্পষ্টতই। প্রথম পাওয়ার-প্লেতে আমরা যেভাবে ব্যাটিং করেছি তার মূল্য দিতে হয়েছে। প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়েছি। খেলায় এখানেই আমাদের মূল্য দিতে হয়েছে।’

শান্তর মতে ২৫-৩০ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে বোলিংয়ে সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা ২৫-৩০ রান কম করেছি। জাকির ও তৌহিদ ভালো ব্যাটিং করলেও আমরা মাঠে ভুল করেছি। ক্যাচ ছেড়ে দেয়া এবং কয়েকটি রানআউট মিস করেছি। তা না হলে ফলাফল অন্যরকম হতে পারত।’

হৃদয় ও জাকেরের প্রশংসা করে শান্ত বলেন, ‘হৃদয় ও জাকের যেভাবে ব্যাটিং করেছেন তা দুর্দান্ত। দুজনে দুর্দান্ত ব্যাটিং করেছে। তারা যেভাবে স্পিন বোলিং সামলেছে তা দারুণ। আশা করি পরের দুই ম্যাচেও তারা এটা অব্যাহত রাখবে।’

আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি একই মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ।

Scroll to Top