এই খবরটি পডকাস্টে শুনুনঃ
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারী কলেজের আয়োজনে বইমেলা ২০২৫ শুরু হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভা সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, বই পড়ার প্রতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। এই আয়োজনেও আমরা তরুনণদের পাশে চাই।
এবার বইমেলা আয়োজনে সহযোগিতা করছে শ্রীমঙ্গল পৌরসভা ও উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘ। উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম আয়োজকদের পক্ষ থেকে জানান, বইমেলায় রুচিশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হবে। যারা ঢাকায় একুশে বইমেলায় যেতে পারেননি তারাও পছন্দের বই সংগ্রহ করতে পারবেন শ্রীমঙ্গলের বইমেলা থেকে।
স্থানীয় ও ঢাকা থেকে বেশকিছু প্রকাশনী এই মেলায় স্টল নিয়েছে। গ্রন্থ কুটির ও শিশু গ্রন্থ কুটির, চৈতন্য, নোভা, নাগরী, বাবুই, রাষ্ট্রচিন্তা ও গ্রন্থিক, সহজ প্রকাশ, পাঞ্জেরী, শব্দচাষ, সাহিত্য কুটির, স্বপ্ন ৭১ ও উত্তরণ।
অবকাশে ফুড কর্নারও থাকছে বইপ্রেমীদের জন্য শ্রীমঙ্গল উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে সকল বইপ্রেমীকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে বইমেলায়।