রমজানে রাজধানীতে যেখানে পাবেন সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম

রমজানে রাজধানীতে যেখানে পাবেন সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রমজান মাসে সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে রাজধানীতে ‘সূলভমূল্যে’ ডিম, দুধ, মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রথম রোজার দিন থেকে রাজধানীর ২৫টি পয়েন্টে এ বিক্রি কার্যক্রম শুরু হবে, চলবে ২৮ রমজান পর্যন্ত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান এবং মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি হবে।

ঢাকার ২৫টি স্থানে গাড়িতে করে ন্যায্য দামে এসব পণ্য বিক্রি করা হবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার।

যেসব স্থানে সুলভ দামে প্রাণিজাত পণ্য বিক্রি করা হবে সেগুলো হলো:
১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), ২. খামারবাড়ী (ফার্মগেট), ৩. ষাটফুট রোড (মিরপুর), ৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর), ৫. নয়াবাজার (পুরান ঢাকা), ৬. বনশ্রী, ৭. হাজারীবাগ (সেকশন), ৮. আরামবাগ (মতিঝিল), ৯. মোহাম্মদপুর (বাবর রোড), ১০. কালশী (মিরপুর), ১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), ১২. শাহাজাদপুর (বাড্ডা), ১৩. কড়াইল বস্তি, বনানী, ১৪. কামরাঙ্গীর চর, ১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), ১৬. নাখাল পাড়া (লুকাস মোড়), ১৭. সেগুন বাগিচা (কাঁচা বাজার), ১৮. বসিলা (মোহাম্মদপুর), ১৯. উত্তরা (হাউজ বিল্ডিং), ২০. রামপুরা (বাজার), ২১. মিরপুর ১০, ২২. কল্যাণপুর (ঝিলপাড়), ২৩. তেজগাঁও, ২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার), ২৫. কাকরাইল।

এ সময় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের নদী এবং সাগরের সর্বত্র  ইলিশ ধরা, ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে এবছর প্রথম সৌদি আরব এবং আরব আমিরাতে ১১ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে বলে এসময় জানান তিনি।

Scroll to Top