‘১৩তম সন্তানের’ বিষয়ে যা বললেন ইলন মাস্ক | চ্যানেল আই অনলাইন

‘১৩তম সন্তানের’ বিষয়ে যা বললেন ইলন মাস্ক | চ্যানেল আই অনলাইন

অ্যাশলে সেন্ট ক্লেয়ার নামক এক লেখিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্কের ১৩তম সন্তানের কথা প্রকাশ্যে দাবি করার পর বিভিন্ন মহলে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। সরাসরি এ বিষয়ের সমর্থন কিংবা অস্বীকারও করেননি মাস্ক। তবে এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এক নারীর পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘তাই নাকি’।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাইলো নামে এক এক্স ব্যবহারকারী মাস্কের ১৩তম সন্তানের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তিনি মন্তব্যের ঘরে এটি লিখেন। এর বিপরীতে লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ারও পাল্টা মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়, মাইলো নামের এক্স ব্যবহারকারী এই ঘটনা প্রসঙ্গে পোস্ট করে দাবি করেন, গত অর্ধদশক ধরে ইলনের সন্তানের মা হওয়ার পরিকল্পনা করছেন অ্যাশলে। সেই পোস্টে ইলন কমেন্ট করেছেন- ‘তাই নাকি’। আর সেখানেই মাস্ককে পাল্টা কমেন্ট করেছেন অ্যাশলে।

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্কের সেই প্রতিক্রিয়ার জবাবে অ্যাশলে লেখেন, ‘ইলন, বিগত অনেকদিন ধরেই আমি তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলেছি। তবে তুমি কোনও জবাব দিচ্ছ না। আর তার কারণে জনসমক্ষে এই ধরনের অপপ্রচারে তুমি প্রতিক্রিয়া দিচ্ছ? এই ব্যক্তি (মাইলো নামক এক্স ব্যবহারকারী) কিছুক্ষণ আগে আমার ১৫ বছর বয়সি অন্তরবাস পরিহিত একটি ছবি অনলাইনে পোস্ট করেছে।’ পরে অবশ্য নিজের কমেন্টটি ডিলিট করে দেন অ্যাশলে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের এক সন্তানকে জন্ম দিয়েছেন। মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তার এই পোস্ট রীতিমতো ঝড় তুলেছে। দুনিয়া জুড়ে শুরু হয়েছে ইলন মাস্কের আরও এক সন্তান এবং তার মাকে নিয়ে চর্চা। এদিকে নিজের পোস্টে সন্তানের পরিচয় গোপনীয়তা রক্ষার বিষয়টির জন্যে আবেদন করেন ক্লেয়ার।

Scroll to Top